Syria: বোমা হামলায় ১৩ সেনা নিহত, সিরিয়ায়

Published By: Khabar India Online | Published On:

 রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) সকালে দেশটির রাজধানী দামেস্কে এ হামলা হয়েছে।

আরও পড়ুন -  Turkey Earthquake: তুরস্কে আরেকটি ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৯ ঘন্টার ব্যবধানে

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। মানুষজন কর্মস্থল ও স্কুল-কলেজে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হয়।

আরও পড়ুন -  Syria: নিহত ১১, যুক্তরাষ্ট্রের বিমান হামলা, সিরিয়ায়

খবরে বলা হয়েছে, বাসটি দামেস্কের হাফেজ আল-আসাদ সেতুর ওপর যেতেই দুটি বোমা বিস্ফোরিত হয়। সেখানে আরও একটি বোমা ছিল, সেটি নিষ্ক্রিয় করেছেন সেনা প্রকৌশলীরা।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত।

আরও পড়ুন -  Social Media: ফেসবুক-মেসেঞ্জার-ইনস্টাগ্রাম আবার ডাউন হয়েছিলো, কর্তৃপক্ষ ক্ষমা চাইল

২০১৭ সালের মার্চের পর থেকে দামেস্কে এটিই আইএসের সবচেয়ে প্রাণঘাতী হামলা।