টুঙ্কা সাহা, আসানসোলঃ সংযুক্ত কিষান মোর্চা ও প্রগ্রেসিভ ফার্মার ফ্রন্টের পক্ষ থেকে রেল রোকো আন্দোলন কর্মসূচিতে আসানসোল ডিভিসনে রেল পথে নেমে অবরোধ করা হয়।
তিনটি কালো আইন বাতিল করতে হবে এই দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে রেল রোকো আন্দোলন করা হয়েছে বলে অবরোধকারীদের দাবি।
আরও পড়ুন - ফেঁসে গিয়েছে নিরহুয়া, ঘরওয়ালি-বাহারওয়ালির করতে গিয়ে, একদিকে আম্রপালি অপরদিকে মোনালিসা
সোমবার আসানসোলের কল্যানপুর গামী রাস্তায় রেল ট্যানেলের উপরে এই রেল রোকো বিক্ষোভ কর্মসূচী করা হয়েছে । এদিন পগ্রেসিভ ফার্মার ফ্রন্টের জয়েন্ট সেক্রেটারি সুরেন্দ্র সিং বলেন, তিনটি কালো আইন বাতিল করতে হবে ,এই দাবিতে ভারতবর্ষ জুড়ে রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল।সেটা পালন করতে আমরা আসানসোল ডিভিশনে রেল রোকো আন্দোলন করছি।
অপরদিকে আসানসোল রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বলেন, একটা এজিটেশন হয়েছে, তবে রেল চলাচলে কোন অসুবিধা হয়নি।
