Bikes: নতুন দুটি মডেলের বাইক নিয়ে এসেছে কেটিএম

Published By: Khabar India Online | Published On:

 নতুন দুটি মডেলের বাইক নিয়ে এসেছে কেটিএম। এবারের মডেল দুটির নাম হচ্ছে,- কেটিএম আরসি-১২৫ ও কেটিএম আরসি-২০০। এইরমধ্যে বাইক দুটি লঞ্চ করা হয়েছে। জানা গেছে, এবারের মডেল দুটির দামও রয়েছে হাতের নাগালে।

আরও পড়ুন -  IPL 2023: CSK বিপদে, দুই অভিজ্ঞ আইপিএলের শুরুতেই দল থেকে ছিটকে গেল

কেটিএম কর্তৃপক্ষ জানিয়েছে, কেটিএম আরসি-১২৫ মডেলের দাম ভারতীয় মুদ্রায় ১.৮২ লাখ।   অন্যদিকে কেটিএ আরসি-২০০ মডেলের দাম ২.০৯ লাখ। জানা গেছে, কয়েক মাসের মধ্যে কেটিএম আরসি-৩৯০ নতুন জেনারেশন লঞ্চ হবে। আপাতত নতুন জেনারেশন আরসি-১২৫ ও আরসি-২০০ বুকিং শুরু হয়েছে।

আরও পড়ুন -  Madhabi Mukherjee: বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

কেটিএম কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রিমিয়াম স্পোর্টস বাইক সেগমেন্ট-এর দুটি মডেলের নতুন জেনারেশন লঞ্চ হয়েছে নতুন লুকে। উল্লেখ্য, ভারতে দশ বছর ধরে ব্যবসা করছে অস্ট্রেলিয়ান জনপ্রিয় বাইক ব্র্যান্ড কেটিএম।

আরও পড়ুন -  Dance Video: এই যুবতী ওপার বাংলার গানে দুর্দান্ত নাচ দেখালেন, মন ভরিয়ে দিলো অনুরাগীদের

দুটি মডেলে এসিডি ইনস্ট্রমেন্ট ক্লাস্টার আরও বড় মাপের থাকবে। টুইন ব্যারেল হেডল্যাম্প থাকছে। থাকছে হেজল্যাম্প কাউল। এছাড়া ইন্টিগ্রেটেড ইন্ডিকেটর। অ্যাডজাস্টেবল হ্যান্ডবার ও নতুন উইন্ডস্ক্রিন লুকে পরিবর্তন করেছে অনেকটাই।