Bikes: নতুন দুটি মডেলের বাইক নিয়ে এসেছে কেটিএম

Published By: Khabar India Online | Published On:

 নতুন দুটি মডেলের বাইক নিয়ে এসেছে কেটিএম। এবারের মডেল দুটির নাম হচ্ছে,- কেটিএম আরসি-১২৫ ও কেটিএম আরসি-২০০। এইরমধ্যে বাইক দুটি লঞ্চ করা হয়েছে। জানা গেছে, এবারের মডেল দুটির দামও রয়েছে হাতের নাগালে।

আরও পড়ুন -  Prime Minister Congratulated: সৌরভ চৌধুরী এবং অভিষেক ভার্মাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

কেটিএম কর্তৃপক্ষ জানিয়েছে, কেটিএম আরসি-১২৫ মডেলের দাম ভারতীয় মুদ্রায় ১.৮২ লাখ।   অন্যদিকে কেটিএ আরসি-২০০ মডেলের দাম ২.০৯ লাখ। জানা গেছে, কয়েক মাসের মধ্যে কেটিএম আরসি-৩৯০ নতুন জেনারেশন লঞ্চ হবে। আপাতত নতুন জেনারেশন আরসি-১২৫ ও আরসি-২০০ বুকিং শুরু হয়েছে।

আরও পড়ুন -  Today's Game: আজকের খেলা, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

কেটিএম কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রিমিয়াম স্পোর্টস বাইক সেগমেন্ট-এর দুটি মডেলের নতুন জেনারেশন লঞ্চ হয়েছে নতুন লুকে। উল্লেখ্য, ভারতে দশ বছর ধরে ব্যবসা করছে অস্ট্রেলিয়ান জনপ্রিয় বাইক ব্র্যান্ড কেটিএম।

আরও পড়ুন -  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’, আবহাওয়া দপ্তর এর রিপোর্ট

দুটি মডেলে এসিডি ইনস্ট্রমেন্ট ক্লাস্টার আরও বড় মাপের থাকবে। টুইন ব্যারেল হেডল্যাম্প থাকছে। থাকছে হেজল্যাম্প কাউল। এছাড়া ইন্টিগ্রেটেড ইন্ডিকেটর। অ্যাডজাস্টেবল হ্যান্ডবার ও নতুন উইন্ডস্ক্রিন লুকে পরিবর্তন করেছে অনেকটাই।