T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠছে

Published By: Khabar India Online | Published On:

আজ বাছাই পর্ব দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠছে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। তবে, এই পুরো বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১৬টি দল। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল।

বাছাই পর্বে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যে চারটি হবে আবুধাবিতে, দুইটি শারজাহতে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড। এই গ্রুপের ছয়টি ম্যাচেরই ভেন্যু ওমানের মাসকাট।

আরও পড়ুন -  Women T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ, ২০২৪

বিশ্বকাপের প্রথম দিন উদ্বোধনী ম্যাচে মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে স্বাগতিক ওমান লড়বে পাপুয়া নিউগিনির বিপক্ষে। একই ভেন্যুতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ।

সুপার টুয়েলভে গ্রুপ-১ এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ-২ এ আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

আরও পড়ুন -  কাজলের দুইবার মিস ক্যারেজ হয়েছিল, সত্য ফাঁস করলেন নিজেই

বাছাই পর্বের দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি করে দল সুপার টুয়েলভে খেলার টিকিট পাবে। যেখানে এরই মধ্যে আছে আটটি দল। ফলে মোট ১২ দল নিয়ে হবে সুপার টুয়েলভ।

বিশ্বকাপের মূল পর্ব বা সুপার টুয়েলভ আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে। ৮ নভেম্বর শেষ হবে সুপার টুয়েলভের লড়াই। সুপার টুয়েলভের দুই গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনালের টিকিট পাবে। এরপর ১০ ও ১১ নভেম্বর হবে দু’টি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল হবে আবু ধাবিতে, দ্বিতীয়টি হবে দুবাইয়ে।
১৪ নভেম্বর দুবাইয়ে হবে ফাইনাল। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ফাইনাল খেলবে। ফাইনালের জন্য রিজার্ভ-ডে রাখা হয়েছে।

আরও পড়ুন -  Asia Cup 2023: “সার্জিক্যাল স্ট্রাইক” পাকিস্তান ক্রিকেটে! এই জন্য হুঁশিয়ারি দিল PCB-কে ICC

বিশ্বকাপের আগের ছয়টি আসরে সর্বোচ্চ দু’বার চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। একবার করে শিরোপা জিতে ভারত-পাকিস্তান-শ্রীলংকা-ইংল্যান্ড।