JIT: নায়ক জিৎ এবার অন্য রূপে !

Published By: Khabar India Online | Published On:

 বদলে গিয়েছে সব সমীকরণ করোনাকালে। এবার পূজাতেই নিজের নতুন সিনেমা মুক্তি দিলেন নায়ক জিৎ। সিনেমার নাম ‘বাজি’,  তার বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী।

মুক্তির পর বেশ ভালো সাড়া পাচ্ছে ছবিটি, রমরমিয়ে চলছে ‘বাজি’। এরমধ্যেই নিজের আগামী ছবির ঘোষণা করলেন অভিনেতা। শনিবার সোশ্যাল মিডিয়ায় তারা আগামী ছবির পোস্টার শেয়ার করেন জিৎ। ছবির নাম ‘রাবণ’। পোস্টারে জিতের লুক দেখেই প্রশ্ন জাগে তাহলে কি এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে পর্দার নায়ককে! পোস্টারে তার লুক বেশ চমকে দেওয়ার মতো। লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগ। একেবারে চিরাচরিত ভিলেনের লুক। তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার চোখের মণির রং। একটি মণির রং বাদামী ও তো অপরটির রং লাল। পোস্টারে তার হাসির ধরণ দেখেই বোঝা যাচ্ছে কতটা হিংস্র হতে চলেছে এই চরিত্র।

আরও পড়ুন -  Bigg Boss 15: ‘যাবি তো আমার সঙ্গে বিগ বসের ঘরে?’, হ্যাঁ, অবশ্যই

একদম অন্য ধরনের চরিত্রে ধরা দিতে চলেছেন জিৎ, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রেমিক থেকে অ্যাকশন হিরো বেশ অনেক ধরনের চরিত্রেই ধরা দিয়েছেন তিনি। নেগেটিভ চরিত্রে এখনও বড় পর্দায় দেখা যায়নি তাকে। তবে কি এবার নিজের হিরো ইমেজ থেকে বেরিয়ে আসতে চলেছেন।

আরও পড়ুন -  Raimohan Parida: ঝুলন্ত মরদেহ উদ্ধার অভিনেতার

নতুন ছবি পরিচালনা করবেন নতুন পরিচালক এমএন রাজ। পরিচালক রাজা চন্দের সহকারী হিসাবে কাজ করছেন আগে, এটিই তার পরিচালিত প্রথম ছবি। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন জিৎ।

আরও পড়ুন -  দিদি তুমি কথা রাখো, প্রমাণ করো বাস্তবতা, ব্রাত্যর বাড়ির সামনে কাতর আর্জি মহিলা এসএসসি চাকরিপ্রার্থীদের