Turkey: বুবলী তুরস্কে গিয়ে ভালোবাসার সমস্যায় !

Published By: Khabar India Online | Published On:

শাকিব খান ও বুবলী জুটির আলোচিত ছবি ‘পাসওয়ার্ড’। ছবির ‘পাগল মন’ শিরোনামের গানটির শুটিং হয়েছিল তুরস্কে। গানটির ভিডিও দেখা হয়েছে ২ কোটি ৮০ লাখেরও বেশি। তুরস্কের আকর্ষণীয় লোকেশনে শুটিং হয় গানটির। মধুর যন্ত্রণায় পড়েছিলেন আলোচিত নায়িকা বুবলী। একদল তুর্কি শিক্ষার্থীদের সেলফি তোলার আবদার মেটাতে হয়েছে তাকে। বেশ কিছুক্ষণ ধরেই শিক্ষার্থীরা বুবলীর সঙ্গে ছবি তুলেছেন। বুবলীও হাসিমুখে প্রত্যেক শিক্ষার্থীর আবদার মিটিয়েছেন।

আরও পড়ুন -  অবশেষে মুখ খুললেন বিজেপি নেতা দলবদল নিয়ে, বাবুল সুপ্রিয়

সেই সময় করা একটি ভিডিও গতকাল শুক্রবার ফেসবুকে শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে বুবলী লিখেছেন, `তুরস্কের ভালোবাসাময় স্মৃতি। ‘পাসওয়ার্ড’ সিনেমার ‘পাগল মন’ গানের শুটিংয়ের সময় দুর্দান্ত সব তুর্কি শিক্ষার্থীর সঙ্গে।`

আরও পড়ুন -  RG Kar Incident: ফিরহাদ হাকিম বললেন, ‘আর জি করের ঘটনায় মাথা হেঁট’, দোষ দিলেন সোশ্যাল মিডিয়াকে

উল্লেখ্য, গত ১ অক্টোবর বুবলীর অভিনীত ‌‘চোখ’ ছবিটি মুক্তি পেয়েছে। সম্প্রতি সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির কাজ শেষ করেছেন বুবলী। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ছবিটি মুক্তি পাবে।

আরও পড়ুন -  Bhabi Ka Pathsaala: দুই যুবক গ্রামের বৌদির প্রেমে পাগল, ভুল করে সবার সামনে ক্লিক একদম করবেন না