Rituparna Sengupta: উপহার দিয়ে কোলে নিতে পারলো না ঋতুপর্ণা, সুদীপার ছোট্ট ছেলে আদিদেব !

Published By: Khabar India Online | Published On:

 চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো ঐতিহ্যবাহী। পরিবারের বৌ ও অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee) ও তাঁর স্বামী অগ্নিদেব চ্যাটার্জী (Agnidev Chatterjee) র আমন্ত্রণে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এসেছিলেন তাঁদের বাড়ির পুজোয়। কিন্তু আদিদেব (Adidev Chatterjee) এর কিন্তু কিছুতেই পছন্দ হল না।

 

View this post on Instagram

 

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

ঋতুপর্ণার পরনে ছিল হলুদ রঙের তাঁতের শাড়ি যার পাড় মাল্টিকালার ও লাল রঙের ঘটি হাতা ব্লাউজ। গলায় ঝিনুকের নেকপিস। কপালে লাল রঙের টিপ। আদিদেবের জন্য তিনি একটি বড় চকোলেট নিয়ে এসেছিলেন। কিন্তু দুষ্টু আদি কাছে গেলে তো! দুর্গাদালানে বসে ঋতুপর্ণা কত বার আদিকে কাছে ডাকলেন। আদিকে চেপে ধরে নিয়ে আসার অনেক চেষ্টা করলেন সবাই। ঋতুপর্ণাও একবার কাছে পেয়ে আদিকে আদর করার চেষ্টা করলেন। কিন্তু আদিদেব কিছুতেই এল না। তবে একফাঁকে তাঁর হাত থেকে চকলেট নিয়ে নিল সে।

আরও পড়ুন -  Padma Bridge: তৈরি হলো গান, স্বপ্নের ‘পদ্মা সেতু’

আদিদেবের পরনে ছিল তুঁতে রঙের পাঞ্জাবি ও ছোট্ট ধুতি এবং পায়ে স্নিকার্স। যদিও চট্টোপাধ্যায় পরিবারের পুরুষ সদস্যদের জন্য পুজোর সময় জোড় পরার নিযম। কিন্তু আদিদেব ছোট বলে তার জন্য একটু ছাড় রয়েছে। পুজোর আগেই সে ঘুরে এসেছে তার মামাবাড়ি থেকে। মামাবাড়িতে ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, মুচমুচে বেগুন ভাজার স্বাদ নিয়েছে সে। আদিদেবের দুষ্টুমি ইন্সটাগ্রাম রিলের মাধ্যমে তুলে ধরেন সুদীপা। এদিন ঋতুপর্ণার পুজোর গান ‘ফুলমতি’ ব্যবহার করে ইন্সটাগ্রাম রিল তৈরি করেছেন সুদীপা। এই রিলটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের একাংশ বলেছেন, আদির যা বয়স, তাতে সে সিলেক্টিভ হবেই।

 

View this post on Instagram

 

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

একটি অনুষ্ঠানে শুভশ্রী (Subhasree Ganguly) ও মিমি (Mimi Chakraborty) কে দেখে আদিদেব দুজনের সাথে আলাপ করলেও শুভশ্রীর কাছে গিয়েছিল। কিন্তু মিমির কাছে কিছুতেই যেতে চায়নি। সুদীপা মজা করে বলেছিলেন, আদিদেবের ক্রাশ হলেন শুভশ্রী।

আরও পড়ুন -  Short Film: পাশের বাড়ির কাকিমার সাথে ঘনিষ্ঠতা হবু স্ত্রীকে ছেড়ে, গোপনে দেখুন শর্ট ফিল্মটি