Actress: অভিনেত্রী শখ মা হয়েছেন, ২০ দিন পর জানা গেলো

Published By: Khabar India Online | Published On:

প্রথম সন্তানের মা হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। আজগর আলী হাসপাতালে গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

কন্যা জন্মের ২০ দিন পর শখের স্বামী রহমান জন ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -  Ditipriya Roy: ফাঁস হৃদয়ের মানুষ, হবু জামাইয়ের ছবি শেয়ার করেছেন দিতিপ্রিয়ার মা

 আনিকা কবির শখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ ঈশ্বর ‘   অবশেষে আমার কলিজার টুকরা মেয়ের মুখ দেখার সৌভাগ্য হলো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন -  Mask: মুখ থেকে দুর্গন্ধ মাস্ক খুললেই, কি করবেন ?

শখ তার মেয়ের নাম রেখেছেন আলিফ রহমান।

শখ আরও বলেন, ‘ইম্যাচিউর বেবি হওয়ার কারণে কয়েকদিন একটু সমস্যা হয়েছিল। যার কারণে সাথে সাথে কাউকেই জানানো হয়নি। তবে এখন আমি ও আমার বাচ্চা দুজনেই ভালো আছি।’

আরও পড়ুন -  সাহসী লুকে ব্রা ছাড়াই ক্যামেরার সামনে শামা সিকান্দার, পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়

উল্লেখ্য, ২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে।