Durga Pujo: মহাষষ্ঠীর পূন্য লগ্নে সকলের মুখে হাসি ফোটাতে, এক মেঘা বস্ত্রদান শিবির

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা: মহাষষ্ঠীর পূন্য লগ্নে সকলের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির।

নব নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা ঘোষ মন্ডলের উদ্যোগে আয়োজন করা হল এক মেঘা বস্ত্রদান শিবিরের।

শক্তি সংঘ ক্লাবের পরিচালনায় সাইলাপুর ঘোষপাড়ায় আয়োজিত দুর্গা পুজোর মঞ্চ থেকেই এলাকার প্রায় দুই হাজার দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন -  ১ কোটি টাকার সুযোগ-সুবিধা, LIC নিয়ে এলো

পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি দুর্গেশ সরকার, তৃণমূল নেতা তরুণ ঘোষ, হৃদয় ঘোষ সহ ক্লাব কর্তা এবং বিশিষ্টজনেরা। এই বিষয়ে কালিচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা ঘোষ মন্ডল জানান, করোনা অবহের মধ্যেই এবছর শারদ উৎসব।

আরও পড়ুন -  আসছে স্বস্তিকা রায় পরিচালিত শর্টফিল্ম "মায়াঙ্কুর"

এই করোনা আবহে অনেকেরই কর্মজীবন সংকটে।

তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ছোট ছোট শিশুরা থেকে শুরু করে পরিবারের সদস্যরা যাতে বছরের এই চারটে দিন নতুন জামা কাপড় পড়ে আনন্দ উল্লাসে কাটাতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Social Media: সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা স্বীকার করলেন, যশরত

এলাকার প্রায় দুই হাজার মানুষদের মধ্যে নতুন শাড়ি এবং জামা কাপড় বিলি করা হয়। অন্যদিকে এই বিষয়ে ব্লক সভাপতি দুর্গেশ সরকার জানান পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ক্লাবেরে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।