iPhone 13: আইফোন ১৩ উৎপাদন কমার জন্য অ্যাপলের শেয়ারে ধস !

Published By: Khabar India Online | Published On:

 চিপ সংকটের জেরে আইফোন ১৩’র উৎপাদন প্রায় ১০ মিলিয়ন ইউনিট কম হতে পারে, অ্যাপলের পক্ষ থেকে এমন খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ার দরে ধস নেমেছে।

খবর প্রকাশের পর অ্যাপলের শেয়ার দর পড়ে গেছে ১ দশমিক ৩ শতাংশ।

আরও পড়ুন -  বারাবনি ব্লকের দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির হাতাহাতি, ভাঙ্গচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি

বিবিসির খবরে বলা হয়, চিপ নির্মাতা ব্রডকম এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টসের শেয়ারও পড়েছে ১ শতাংশ।

সেপ্টেম্বরে অ্যাপল আইফোন ১৩’র চারটি মডেল আনার ঘোষণা দেয়। ১৭ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরুর পর ২৪ সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হয়।

আরও পড়ুন -  Sophie Choudry: পারদ চড়ালেন সোফি চৌধুরী, সুইমিং পুলে, মুগ্ধ সকলে

করোনা মহামারির ধাক্কায় সারাবিশ্বেই চিপের যে সংকট দেখা দেয় তার ধাক্কা লেগেছে অ্যাপলের মতো জায়ান্ট কোম্পানিগুলোর উৎপাদনে।

যদিও বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালের শুরুতে এ সংকট কেটে যাবে।

আরও পড়ুন -  iPhone 13: ভারতে তৈরি হচ্ছে, আইফোন ১৩

গত জুলাই মাসেই অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বিনিয়োগকারীদের সতর্ক করেন, চিপ সংকট আইফোন এবং আইপ্যাডের বিক্রিতে বাধা তৈরি করতে পারে।