Good News: বাঁধন আনন্দের খবর পেলেন

Published By: Khabar India Online | Published On:

আজমেরী হক বাঁধনের জন্য নিশ্চয়ই খবরটি আনন্দের। বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য তো বটেই। কান ফেরত এই অভিনেত্রী এবার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন।

আরও পড়ুন -  Riddhima-Gaurab: মা-বাবা হচ্ছেন ঋদ্ধিমা ও গৌরব, নববর্ষে সুখবর

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটা জানায় আয়োজকরা। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই মনোনয়ন পেয়েছেন।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আগামী ১১ নভেম্বর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। এবার বসবে অ্যাপসা’র ১৪তম আসর। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে।

আরও পড়ুন -  চোখের জল ফেললেন সবার সামনে অক্ষয় কুমার, কারণ কি?

এর আগে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে জায়গা করে নিয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।