Yash-Nusrat: যশ-নুসরাত, পুজা মণ্ডপে ঢাক বাজালেন

Published By: Khabar India Online | Published On:

পুত্র সন্তানের মা হয়েছেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। সন্তান ঈশানের বাবা যশ দাশগুপ্ত। অভিনেত্রী নুসরাত নিজেই স্বীকার করেছেন। নুসরাত-যশ দু’জন একসঙ্গে এবার পুজোর আনন্দে মেতেছেন।

আরও পড়ুন -  High Blood Pressure: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু খাবার আছে, আসুন জেনে নিই

নুসরাতের ইন্সট্রাগ্রামের পোস্ট করা এক ভিডিওতে ষষ্ঠীতে পুজা মণ্ডপে জয়ঢাক বাজাতে দেখা গেল নুসরাতকে। পাশে ছিলেন যশ দাশগুপ্ত। জানা গেছে, পঞ্চমীর দিন যশকে প্রকাশ্যে স্বামী বলেও স্বীকার করেছেন আলোচিত সমালোচিত এই অভিনেত্রী। এছাড়া, পুজোর বিচারক হিসেবে যশ-নুসরাত মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন। প্রতিমা দেখেছেন। বিচারের ফাঁকে মেতে উঠেছেন খুনসুটিতে। এ ভাবেই প্রথম প্রকাশ্যে দেখা গেল তাঁদের। মুখের হাসি বলছিল, সমস্ত বিতর্ক দূরে সরিয়ে জীবনকে উপভোগ করছেন দু’জনেই।

আরও পড়ুন -  ২০২১-এর হজ যাত্রার জন্য মুক্তার আব্বাস নাকভির নীতি নির্দেশিকা ঘোষণা