Sourav Ganguly: বিপাকে ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী ! কেন ?

Published By: Khabar India Online | Published On:

 সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) একবার এইরকম বিপাকে পড়েছিলেন।

বাইরে থাকার পর সদ্য কলকাতায় ফিরে ডোনা (Dona Ganguly) কে নিয়ে তিনি গিয়েছিলেন একটি অভিজাত শাড়ির দোকানে শাড়ি কিনতে। সেখানে গিয়ে ডোনা অনেকগুলি শাড়ি দেখেছিলেন। শাড়ির স্তুপ জমা হচ্ছিল ও টেনশন বাড়ছিল সৌরভের। তখন সৌরভ আর থাকতে না পেরে দুটো শাড়ি তুলে দোকানদারকে প‍্যাক করে দিতে বলেন। কারণ তাঁর মনে হয়েছিল, যদি তিনি অত বড় দোকানে ঢুকে শাড়ি না কিনে বেরিয়ে পড়েন, তাহলে লজ্জার শেষ থাকবে না। দোকানদার তো আর দোকানে ঢুকতেই দেবেন না।

আরও পড়ুন -  Gold Price Rate: ব্যাপক দাম বাড়লো সোনার, ১০ গ্রাম সোনার দাম জানুন

শাড়ি কিনে সৌরভ যখন বাইরে এসেছিলেন, ডোনা তখন যথেষ্ট রাগত। কিন্তু সৌরভ বললেন, এই দুটো শাড়ি যাকে ইচ্ছা দিয়ে দিতে বা ডোনা নিজেও রেখে দিতে পারেন। তবে শেষ অবধি ডোনা কি করেছিলেন বা বাড়িতে গিয়ে কুরুক্ষেত্র হয়েছিল কিনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দাদা।

আরও পড়ুন -  Maa Durga: মা দূর্গার ভূমিকায় মিঠাই, জি বাংলায়

শুরু হয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি আনলিমিটেড সিজন 9’। যথারীতি সঞ্চালক ‘প্রিন্স অফ ক্যালকাটা’। চলতি সিজনের প্রথম পর্বেই ছক্কা হাঁকিয়েছিলেন সৌরভ। প্রতিযোগী ও পেশায় পুরোহিত সুনীল চক্রবর্তী (Sunil Chakraborty)-কে তিনি জিজ্ঞাসা করেছিলেন, করোনা যাবে কি না! সুনীলবাবু উত্তর দিয়েছিলেন, করোনা তাঁর মায়ের মতো, তাঁকে ধরবে না।

আরও পড়ুন -  Durga Pujo-2022: রহড়া রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো