Banned: দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল নিষিদ্ধ

Published By: Khabar India Online | Published On:

 ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতায় আর অংশ নিতে পারবেন না দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। এ নিষেধাজ্ঞা ২ অক্টোবর থেকে আগামী বছরের একই দিন পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব রবিবার এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

ইসমাইলকে শাস্তি দেওয়ার কারণ জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘ফেডারেশনের সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়েছিল ইসমাইল। বিভিন্ন গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে কথা বলেছিল সে। এতে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সে কেন এমনটি করেছে তার কারণ দর্শাতে বলা হয়েছিল তাকে। এর পর ৫ সদস্যের তদন্ত কমিটি তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুন -  সৌজন্যের রাজনীতির পরিচয় দিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল

 টোকিও অলিম্পিকে প্রাথমিকভাবে তিনজনকে বাছাই করে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও মানবী শিরিন আক্তারের সঙ্গে ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান ছিলেন তালিকায়।

আরও পড়ুন -  কঠোরভাবে লকডাউন

 চূড়ান্ত তালিকায় ইসমাইলকে বাদ দিয়ে জহিরকে মনোনীত করে বিএএফ। বিষয়টি ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তোলেন ইসমাইল। গণমাধ্যমেও ফেডারেশনের বিরুদ্ধে নানা কথা বলেন। তিনি বলেছিলেন, ‘যথাযথ প্রক্রিয়া মেনে অলিম্পিকের বাছাই হয়নি। আমার প্রতি অবিচার করা হয়েছে।’

আরও পড়ুন -  আইফোন ব্যবহার নিষিদ্ধ, সরকারি কর্মকর্তাদের

আর এ কারণে শাস্তির খড়্গ নেমে এসেছে ইসমাইলের ওপর।