Social Media: ফেসবুক-মেসেঞ্জার-ইনস্টাগ্রাম আবার ডাউন হয়েছিলো, কর্তৃপক্ষ ক্ষমা চাইল

Published By: Khabar India Online | Published On:

 আবারও ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা গিয়েছে। শুক্রবার মধ্যরাতে বেশ কিছু ব্যবহারকারী এ সমস্যায় পড়েন বলে জানিয়েছেন।

ওয়েবসাইট মনিটরিং গ্রুপ ডাউনডিটেক্টর জানিয়েছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার ৭টার ৩০-এর দিকে ইনস্টাগ্রামে ঢুকতে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি মেসেঞ্জার ব্যবহার করতে জটিলতা দেখা দেয়। এ নিয়ে প্রায় ২ হাজার অভিযোগ পাওয়া যায়। তবে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

আরও পড়ুন -  স্কুল শিক্ষককে ভয় দেখিয়ে টাকা হাতাচ্ছে সাইবার ক্রাইম চক্র, এবার দাবি পাঁচ লাখ টাকা !

সার্ভার ডাউন হওয়ার কিছুক্ষণ পর ফেসবুকের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। ফেসবুক বলছে, একটি কনফিগারেশন পরিবর্তন করার কারণে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েন। গত সপ্তাহে বিশ্বজুড়ে ফেসবুক, ইনস্টগ্রাম ও হোয়াটসঅ্যাপে সমস্যার সঙ্গে এর কোনো মিল নেই বলেও জানান সংশ্লিষ্টরা।

আরও পড়ুন -  Darshana Banik : স্লিভলেস ব্লাউজ ও উন্মুক্ত পিঠে বাইশে শ্রাবণ উদযাপন দর্শনার, তীব্র ট্রোলড অভিনেত্রী

ফেসবুক লিখেছে, ‘আমরা জানি কারও সঙ্গে যোগাযোগের জন্য মাধ্যমটির ওপর আপনারা কতটা নির্ভরশীল। আমরা সমস্যা সমাধান করেছি। এই সপ্তাহে আবারও ধৈর্য্য ধরার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ’।

আরও পড়ুন -  মাদার টেরিজার জন্মদিবস পালন