Patient: রোগীর কাছ থেকে টাকা চুরি, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

Published By: Khabar India Online | Published On:

মালদা-ফের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর কাছ থেকে টাকা চুরি অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শুক্রবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকার এক মহিলা বিগত কয়েকদিন ধরে তার এক মাসের শিশুকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃ বিভাগে চিকিৎসা করাচ্ছেন। প্রত্যেক দিনের মতো মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে।

আরও পড়ুন -  Kareena Kapoor Khan: করিনার করোনা, বান্ধবী অমৃতাও পজেটিভ

আজ সকালে হঠাৎ শামীম সেখ নামে এক যুবক ওই মহিলার নগদ তিন হাজার টাকা ও ঔষধ পত্র চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা। এরপর উত্তেজিত জনতা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। রোগীর আত্মীয়দের অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এত নিরাপত্তারক্ষীর পাশাপাশি রয়েছে সিসি ক্যামেরা। কিভাবে দিনের-পর-দিন রোগীর আত্মীয়দের টাকা-পয়সা চুরি হয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

আরও পড়ুন -  সাহসী ওয়েব সিরিজ Ullu-র এটি, আগে ঘরের দরজা বন্ধ করুন তারপর ভিডিও দেখুন