Padma Flower: ব্যাপকহারে পদ্ম ফুলের চাষ হয়েছে, হাসি ফুটেছে পদ্ম চাষীদের

Published By: Khabar India Online | Published On:

দুর্গাপূজায় মালদায় এবারে ব্যাপকহারে পদ্ম ফুলের চাষ হয়েছে। এমনকি বাজারদর ভালো মেলায় হাসি ফুটেছে পদ্ম চাষীদের। এরই মধ্যে মালদা থেকে কয়েক মন পদ্মফুল যাতে করে এবছর মালদার পদ্ম চাষীরা এই ফুলের চাষ করে ভালো লাভের আশা দেখছেন।

আরও পড়ুন -  Sunita Baby: রাত যত গভীর নাচের স্টাইল ততো পরিবর্তন করলেন সুনিতা বেবি, সেই ভিডিও ভাইরাল ইন্টারনেটে

ইতিমধ্যে মালদার বেশকিছু হিমঘরে পদ্মফুল সংরক্ষিত করে রাখা কাজ শুরু করে দিয়েছেন চাষীরা। আর কয়েকদিন পর দুর্গাপুজো । পুজো শুরুর প্রাক্কালে ভিন রাজ্যের পাশাপাশি পদ্মফুল এবারেও মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে পদ্মফুল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন হিমঘর কর্তৃপক্ষ। এই বিষয়ে হিমঘর এসোসিয়েশনের আহ্বায়ক মালিক উজ্জল সাহা জানিয়েছেন, দুর্গাপুজোর প্রাক্কালে এখন থেকে পদ্মফুল হিমঘরে সংরক্ষিত করে রাখার জন্য নিয়ে আসছেন চাষিরা। দুর্গাপূজায় ১০৮ টি করে পদ্মফুল প্রয়োজন হয়।

আরও পড়ুন -  Weather: দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন সম্ভাবনা!

এছাড়াও আশ্বিন-কার্তিক মাসে বিভিন্ন পুজোর ক্ষেত্রে পদ্মফুলের চাহিদা রয়েছে। এতদিন উড়িষ্যা রাজ্য থেকেই বড় মাপের পদ্মফুল মালদার পাশাপাশি বাইরেও রপ্তানি হতো।এবারের মালদায় ব্যাপক পদ্মফুল উৎপাদন হয়েছে। যা মালদা থেকে পাশাপাশি আসাম , ঝাড়খন্ড, বিহার , উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Sandipta Sen: সাদা শাড়িতে দারুন নেচে তাক লাগালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন, ভিডিও হল ভাইরাল