আসানসোলে বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি বাতিল !অনুষ্ঠান কর্মসূচি জমি নিয়ে রাজনৈতিক তরজা !
সামনের আটতারিখ বিজেপির নেতা শুভেন্দুঅধিকারীর আসানসোলে গত কয়েকদিন আগে প্রাকতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সামগ্রী প্রদানের জন্য শুভেন্দুঅধিকারীর এক আসানসোলে আট তারিখে কর্মসূচি ছিল কুলটির ডিসেরগর সাস্থকেন্দ্রর সামনে !আর এই কর্মসূচি বাতিল করা হলো আজ বলে জানান প্রাক্তনকাউন্সিলার তথা বর্তমানবিজেপি নেতা অভিজিৎ আচার্য !এদিন বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলেন এই বিষয়ে যে গত কয়েকদিন আগে প্রকিতিক দুর্যোগে আসানসোলের বেশ কয়েকটি এলাকায় মানুষদের ক্ষতি হয়েছে বাড়িঘর ভেঙেছে সেই সব গরিব দুস্থ মানুষদের আগামী আটতারিখে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বস্ত্র ও তির্পল এছাড়া কিছু পণ্যদ্ৰব্য প্রদান করা হতো !কিন্তু সেই শুভেন্দু অধিকারীর কর্মসূচি যেনো না করতে পারে তাই পুলিশ ও তৃনমুল নেতারা মিলে এই অনুষ্ঠান কর্মসূচি টি বাতিল করলেন বলে বলেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য তিনি আরো বলেন যে আমরা পার্মিসন নিয়ে এই অনুষ্ঠান কর্মসূচি নিয়েছিলাম কিন্তু তারা করতে দিলোনা কারণ তারা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কে ভয় পেয়ে কর্মসূচি টি বন্ধ করালেন এবং দুয়ারে সরকার নিয়ে ভেলকি চলছে এবং দুস্থ গরিবমানুষদের মাথার উপর ছাদ নেই খাবার নেই গাছতোলাই আশ্রয় নিয়েছে এই অসহায় মানুষদের পাশে না দাঁড়াতে দেয়ার জন্য তৃনমুল ও পুলিশপ্ৰশাসন কে ধিক্কার জানাই !এবং শুভেন্দু অধিকারীর সাথে কোথা হয়েছে তিনি জানিয়েছে যে পুজোর পর তার এই কর্মসূচি হবে এবং গরিবমানুষের পাশে থাকার জন্য তৃনমুল আমাদের আটকাতে পারবেনা !যদিও তিনি বলেন যে অনুষ্ঠান কর্মসূচির জমিটি ই ۔সী ۔এলএর তাই আবেদন আমি ই ۔সী ۔এলের কাছে নেবো পৌরনিগমের কাছে কেন নেবো আমি তো পৌর নিগমকে জল বা সাফসাফাই করুন এই কোথা বলিনি !একই সাথে আসানসোল পৌরনিগমের প্ৰশাসক অমর নাথ চ্যাটার্জীর নাম উল্লেখ করে চেলেঞ্জ করেন যে অনুষ্ঠান যেখানে হচ্ছিলো সেই জমির কাগজ দেখাতে পারে বা পৌরনিগমের খাসজমি তাহলে আমি মুখে জুতো নিয়ে পৌরনিগম পর্যন্ত যাবো কারণ আমি এলাকার কাউন্সিলার ছিলাম জমিটি ই ۔সী ۔এলের তাই জমিটির সম্পর্কে আমি ভালোই জানি !অপরদিকে আসানসোল পৌরনিগমের প্ৰশাসক অমর নাথ চ্যাটার্জী বলেন বিজেপির কাজ সমাজকে ডিস্টাব করা এবং এবং এটি বন্ধ করার জন্য লোক পাঠানো হয়েছে ! পুলিশ প্ৰশাসন বেবস্থা নেবেন ! আর জমি প্রসঙ্গে বলেন যে ই ۔সি۔ এলের জমি۔ আছে তো۔ কী আছে আসানসোলের জমি তো আসানসোলের মানুষের জমি তো ই ۔সী ۔এল বা বিজেপি কী আছে এতে !আসানসোলের মানুষ সমাজ বুঝবে কী করবে !