Shah Rukh Khan: বলিউডের একঝাঁক তারকা শাহরুখ খানের পাশে, আরিয়ান মাদক কাণ্ডে ঘটনায়

Published By: Khabar India Online | Published On:

আরিয়ান মাদক কাণ্ডে গতকাল সোমবার জামিন পাননি। আগামী ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে থাকবেন।

 দুঃসময়ে বলিউড কিং খানের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের একঝাঁক তারকা।

 সংবাদমাধ্যম ফিল্মফেয়ার আজ মঙ্গলবার জানিয়েছে, গতকাল রাতে কাজল, দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, রানি মুখার্জী, করণ জোহর রোহিত শেট্টি, আদিত্য চোপড়া শাহরুখ খানের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন।

আরও পড়ুন -  Polycystic Ovarian Syndrome: এন্ডোক্রিন সিস্টেম ডিসঅর্ডার এর লক্ষণ

আরিয়ান খানের গ্রেপ্তারের সংবাদে সালমান খান গত রোববার রাতেই শাহরুখ খানের বাড়িতে ছুটে যান।

শাহরুখ খানের পাশে থাকার কথা জানিয়ে টুইট করেছেন সুনীল শেট্টি, পূজা ভাটসহ অনেকেই।

আরও পড়ুন -  Baby Care: শিশুর বিশেষ যত্ন গরমে

এদিকে কিং খানের জনসংযোগ কর্মকর্তা শাহরুখের বাড়িতে তারকাদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, এতে করে বাড়ির বাইরে অনেক সাংবাদিক উপস্থিত হন। ফলে অসুবিধার সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন -  Reception: সংবর্ধনায় আপ্লুত বাংলার ছেলেরা

গত ৩ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান গ্রেপ্তার হন।