Sam Karen: আরব আমিরাতের আইপিএল থেকে ছিটকে গেলেন কারেন

Published By: Khabar India Online | Published On:

চেন্নাই সুপার কিংসের ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনের শুধু আইপিএল নয়, বিশ্বকাপও শেষ হয়ে গেছে।

পিঠের চোটে সংযুক্ত আরব আমিরাতের আইপিএল থেকে ছিটকে গেলেন কারেন। শুধু এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা নয়, এ মাস থেকে শুরু হতে যাওয়া কুড়ি ওভারের বিশ্বকাপও শেষ হয়ে গেছে বাঁহাতি অলরাউন্ডারের। তার ফ্র্যাঞ্চাইজি চেন্নাই এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে কারেনের বদলি হিসেবে তার বড় ভাই টম কারেনকে দলে যোগ করার ঘোষণা করেছে।

আরও পড়ুন -  বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী যুব সম্প্রদায়ের দক্ষতা, নতুন দক্ষতা অর্জন এবং দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে পিঠের নিচের দিকে ব্যথার কথা চেন্নাই কর্তৃপক্ষকে জানান কারেন।  এই অলরাউন্ডার আর খেলতে পারবেন না আইপিএল। সামনের কয়েকদিনের মধ্যে কারেন উড়ে যাবেন ইংল্যান্ড। সেখানেই তার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা হবে।

আরও পড়ুন -  স্বচ্ছ ভারত মিশন

চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল টুইটার পেজে লিখেছে, ‘পিঠের নিচের দিকের ব্যথায় ২০২১ সালের আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন স্যাম কারেন।’

আর ইসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘স্ক্যান পরীক্ষায় জানা গেছে চোট আছে। আগামী কয়েকদিনের মধ্যে তিনি যুক্তরাজ্যে ফিরবেন।

আরও পড়ুন -  Indian Cricketer: থানায় করা হল FIR, স্ত্রীকে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ উঠল, বিনোদ কাম্বলির বিরুদ্ধে