Taliban: নেদারল্যান্ডসের হয়ে কাজ করা ১০ আফগান দোভাষীকে তলব করেছে তালেবান সরকার

Published By: Khabar India Online | Published On:

নেদারল্যান্ডসের হয়ে কাজ করা ১০ আফগান দোভাষীকে তলব করেছে তালেবান সরকার। আদালতে হাজির না হলে তাদের পরিবারের সদস্যদের শাস্তি দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসভিত্তিক টেলিভিশন চ্যানেল এনওএসের বার্তা সংস্থা এএফপি শুক্রবার এ খবর দিয়েছে।

আরও পড়ুন -  Female Player: নারী খেলোয়াড়ের শিরশ্ছেদ করেছে তালেবান

এনওএসের প্রতিবেদনে বলা হয়, তালেবানের হুমকিমূলক চিঠির প্রাপক আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সহযোগিতা সংস্থা ইউরোপোলে কাজ করতেন।

তালেবান আফগান ওই ব্যক্তির বিরুদ্ধে বিদেশিদের কাছ থেকে ‘অসম্মানজনক ও বেআইনি অর্থ’ নেয়ার অভিযোগ এনেছে।

আরও পড়ুন -  Syndicate: নিশো-ফারিণের ‘সিন্ডিকেট’ শুরু

আত্মগোপনে থাকা ওই ১০ আফগান দোভাষী এখন কোথায় আছেন বিষয়টি স্পষ্ট নয়। গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নেদ্যারল্যান্ডস সহ বিভিন্ন দেশের হয়ে কাজ করা অধিকাংশ আফগান দোভাষী আফগানিস্তান ত্যাগ করেছে।

আরও পড়ুন -  ‘বাংলার মেয়েকে’ চেয়েছে, এবার শপথগ্রহণ, তৃতীয় বারের জন্য

তালেবান চিঠিতে জানিয়েছে, ‘অন্য বিশ্বাসঘাতকদের শিক্ষা দিতে আফগান দোভাষীদের চরম শাস্তির মুখোমুখি করা হবে’। সূত্র ও ছবিঃ যুগান্তর