জিতলে প্লে অফে খেলার সুযোগ থাকবে। আর হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা।
কঠিন সমীকরণের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে দুই ওপেনারের (রোহিত শর্মা ও কুইন্টন ডি কক) উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে মুম্বাই ইন্ডিয়ান্স।
সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ১৪তম আসরের ৪৬তম ম্যাচে টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। এই ম্যাচে দিল্লির কোনো চাপ নেই। কারণ চেন্নাই সুপার কিংসের মতো দিল্লিও তিন ম্যাচ হাতে রেখে প্লে অফ নিশ্চিত করেছে।
দুশ্চিন্তায় আছে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস ও রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা ও পাঞ্জাব ১২ ম্যাচে ১০ পয়েন্ট করে নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম পজিশনে আছে। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় ষষ্ঠ পজিশনে মুম্বাই।
মুম্বাই যদি আজ হেরে যায় তাহলে তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে। তবে জিতে গেলে প্লে অফে খেলার সুযোগ থাকবে আইপিএলে রেকর্ড পাঁচবারের শিরোপা জয়ী দলটির।