Movies: কোয়েল মল্লিক মা হতে চলেছেন, অভিনেতা পরমব্রতর সন্তানের !

Published By: Khabar India Online | Published On:

 ‘হেমলক সোসাইটি’, ‘শুভদৃষ্টি’-র মতো বিখ্যাত ছবিতে পরম আর কোয়েলের রসায়ন দর্শক আসনের মন জয় করেছে। এবারের দূর্গা পূজোর চমক হিসেবে থাকছে এই দুই বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীর জুটির এক ডার্ক থ্রিলার। ছবির নাম ‘বনি’ যা মুক্তি পাবে ২০২১-এ অর্থাৎ দুর্গা পুজোর সপ্তাহেই।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্প ‘বনি’কেই চলচিত্রে ফুটিয়ে তোলো হয়েছে বলে জানা গিয়েছে। একাধারে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন এবং অপরদিকে এই ছবির পরিচালকও তিনিই। ‘বনি’ তে সব্যসাচী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েলকে দেখা যাবে তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ের চরিত্রে। এছাড়াও বহু নামিদামি অভিনেতা রয়েছেন এই ছবিতে যেমন অঞ্জন দত্ত, জাকারি কফিন, কাঞ্চন মল্লিক প্রমূখ। প্রবাসী বাঙালি সব্যসাচী আর প্রতিভা। সন্তানের আসার খবরে যাঁদের আনন্দ ছিল আকাশছোঁয়া। তবে সব বদলে যায়, যখন সন্তানের জন্ম হয়, দেখা যায় সে ঠিক স্বাভাবিক বাচ্চার মতো না।

আরও পড়ুন -  Gourab-Solanki: গৌরব ও শোলাঙ্কি, ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন

 ওরা দু’জনেই জানতে পারে ওদের সদ্যোজাত ছেলেকে নিয়ে চলছে গভীর চক্রান্ত। আমেরিকাতে জন্ম হয়েছে এরকম এক বাংলাদেশী বিজ্ঞানী, এই নবজাতক এবং দম্পতির সন্ধান করতে থাকে। যে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে সন্দেহ সরকারের। এদিকে কয়েক হাজার কিলোমিটার দূরে ভারতেও হচ্ছে আজব সব কাণ্ড! গ্রে মার্কেট থেকে ছেলের জন্য একটি পুরনো খারাপ রোবট কিনে আনে এক মধ্যবিত্ত কেরানি। আর তারপর থেকেই তার কলকাতার বাড়িতে শুরু হয় ভুতুড়ে কার্যকলাপ! সব কি একসূত্রে বাঁধা? রহস্যের জাল ভেঙে কিভাবে গোপন তথ্য উঠে আসবে সেই নিয়ে চলবে গল্পটা।

আরও পড়ুন -  Blood Donation: রক্ত দিতে পারবেন না যারা, মনে ইচ্ছে থাকলেও