জাতিসংঘ প্রধানের আহ্বান, পরমাণু অস্ত্র নির্মূলের

Published By: Khabar India Online | Published On:

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, অবশ্যই পরমাণু অস্ত্র নির্মূল এবং বিশ্বে সংলাপ, বিশ্বাস ও শান্তির নতুন যুগ শুরু করতে হবে।

ইন্টারন্যাশনাল ডে ফর দ্যা টোটাল এলিমিনেশন অব নিউক্লিয়ার উইপন্স উপলক্ষে রোববার মহাসচিব এ কথা বলেন।

আরও পড়ুন -  ফুটবল কিংবদন্তি পেলেকে, হাসপাতালেই থাকতে হবে

তিনি আরো বলেন, শুরু থেকেই পরামাণু অস্ত্র জাতিসংঘের কর্মকান্ডের মূল কেন্দ্রে রয়েছে।
মহাসচিব বলেন, গত কয়েক দশকে পরমাণু অস্ত্রের সংখ্যা কমেছে। বিশ্বজুড়ে এখনও ১৪ হাজার অস্ত্রের মজুদ রয়েছে। ফলে প্রায় চার দশক ধরে পৃথিবী সর্বোচ্চ মাত্রার পারমানবিক ঝুঁকির মুখে রয়েছে।
সুতরাং বিশ্ব থেকে পরমাণু অস্ত্র নির্মূলের এখনই সময় বলে তিনি উল্লেখ করেন। বাসস

আরও পড়ুন -  Honest and Virtuous Youth: দেশ গড়ার কাজে সৎ এবং চরিত্রবান যুবকদের এগিয়ে আসার আহ্বানঃ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ