IPL: দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো ব্যাঙ্গালুরু

Published By: Khabar India Online | Published On:

 টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মুম্বাই ইন্ডিয়ান্সকে তারা হারিয়েছে ৫৪ রানের বড় ব্যবধানে।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা। জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১১১ রান তুলতেই অলআউট হয়ে যায় রোহিত শর্মা অ্যান্ড কোং।

জয়ের জন্য ব্যাট করতে নামার পর উদ্বোধনী জুটিতেই ৫৭ রান তোলেন বিরাট কোহলি এবং কুইন্টন ডি কক। এ সময় ২৩ বলে ২৪ রান করা ডি কক আউট হয়ে যান। রোহিত শর্মা আরো কিছুদুর টেনে নিয়ে যান। দলীয় ৭৯ রানের মাথায় তিনি আউট হন।

আরও পড়ুন -  Calcutta High Court: বিক্ষোভ হাইকোর্টে, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে

রোহিত শর্মা করেন ২৮ বলে ৪৩ রান। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। রোহিত আউট হয়ে যেতেই মড়ক লাগে মুম্বাই ইনিংসে।

ব্যাঙ্গালুরুর বোলার হার্শাল প্যাটেল ৩.১ ওভার বল করে ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ইয়ুজবেন্দ্র চাহাল নেন ২ উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল নিলেন ২ উইকেট। মূলতঃ তার অলরাউন্ড নৈপুণ্যের কারণেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বিরাট কোহলিরা। ব্যাট হাতে ৫৬ রান করেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন -  MS Dhoni: CSK দলের CEO বড় বার্তা দিলেন ধোনি-কে নিয়ে, ‘এখনই অবসর নয়, খেলবেন আগামী মরশুমেও’

 আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৫১ রান করেন বিরাট কোহলি এবং ৩৭ বলে ৫৬ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন -  IPL 2023: সাকিব আল হাসান নাম সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন IPL থেকে, এই কারণে

এই জয়ের ফলে তিন নম্বরে উঠে এলো কোহলিরা। ১০ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১২। সমান ম্যাচে ১৬ পয়েন্ট চেন্নাই এবং দিল্লির। তবে, রান রেটে এগিয়ে থেকে শীর্ষে চেন্নাই। দুইয়ে দিল্লি। ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে কেকেআর।