Mamta- Babul: মমতা- বাবুল সাক্ষাৎ, ইউরিয়া দেওয়া মুড়ি না খাওয়ার পরামর্শ, মমতা ব্যানার্জি

Published By: Khabar India Online | Published On:

 প্রথমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। পুর্ব নির্ধারিত কর্মসুচী অনুযায়ী আজ দুপুরে নবান্নের মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন বাবুল সুপ্রিয়। ছিলেন ডেরেক ওব্রায়ান এবং অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জির ঘরে বসে প্রায় আধ ঘণ্টার কথাবার্তা হয় তাঁদের। আলাপচারিতার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় জানান ‘দিদির অভ্যার্থনায় আমি আপ্লুত।‘

এই প্রথম মুখোমুখি কথা বললেন মুখ্যমন্ত্রী এবং আসানসোলের সাংসদ। কি বিষয় কথা হল আজ সেই দিকেই তাকিয়ে ছিলেন সকলে। দুপুরে প্রায় আধ ঘণ্টার বাক্যলাভ সেরে বাবুল সুপ্রিয় জানান, “এর আগেও ওনার সঙ্গে অনেকবার সাক্ষাৎ হয়েছে। একাধিক বিষয় নিয়ে কথা হয় আজও তাই হয়েছে।‘ তিনি আরও জানান, ‘আমি আজ খুশি। দিদির ভালবাসা, উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত। মন খুলে কাজ করতে পারব। অন্য জায়গা থেকে এসেছি। দিদি, অভিষেক আমাকে আপন করে নিয়েছে।‘ দলে তাঁর কি ভুমিকা সেই নিয়ে প্রশ্ন করলে উত্তরে বাবুল সুপ্রিয় জানান, “দিদি, অভিষেক যা দায়িত্ব দেবেন তা পালন করব। মন খুলে গানও গাইতে পারব। দিদি যে গান গাইতে বলবেন, সেই গান গাইব।” সাংবাদিকদের প্রশ্নে আবারও ঝালমুড়ি প্রসঙ্গ উঠলে বাবুল সুপ্রিয় বলেন, “এখন দেখা গিয়েছে মুড়ি খেলে মোটা হয়ে যাচ্ছে। ইউরিয়া মেশানো হচ্ছে মুড়িতে। তাই দিদি সেই মুড়ি খেতে বারণ করেছেন। উনিও খাচ্ছেন না।” প্রসঙ্গত, গত ১৮ই সেপ্টেম্বর সকলকে কার্যত চমকে দিয়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। অন্যদিকে সদ্য রাজ্যসভায় সাংসদ পদ ছেড়েছেন অর্পিতা ঘোষ।

আরও পড়ুন -  ঋতু পরিবর্তনের স্বাস্থ্য সচেতনতা বা খাদ্যাভ্যাস