চারু-বাক

Published By: Khabar India Online | Published On:

চারু-বাক

একদিন অন্তহীন পথ ধরে
হেঁটে যাবো ফাগুন দুপুরে
তোমার চোখের পানে,
ঝিরিঝিরি বাতাস
কানে কানে গুঞ্জরণে
বলে যাবে আমার কথা
তোমায় আনমনে।

তবু তুমি জানি
চাহিবে না পিছু ফিরে।
দূর হতে আরো দূরে
হেঁটে চলে যাবে,
আমার একেলা বেলা
শূন্যতর করে।

আরও পড়ুন -  স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় প্রেমিকার সাথে পরিকল্পিতভাবে স্বামীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল

তারপর বিভ্রমে নিশীথে
মনে পড়ে যাবে দু’জনারই,
সে কোন কাহারে
এসেছি ফেলিয়া পিছে
নিজেরই অজান্তে।

তাই আজও বিরহ কোকিল
ডাকে বনে বনে,
ফুল ফোটা মিলন প্রহর
প্রহসনে ভরে দিয়ে,
মনের আঙিনা কোনে
খুব গোপনে সঙ্গোপনে।

আরও পড়ুন -  VIDEO: এষা গুপ্তা সমস্ত সীমা ভেঙে দিলেন এই গরমে, ভিডিও দেখলে আরও ঘাম ঝরবে
রোখশানা রফিক। কবি।