চারু-বাক

Published By: Khabar India Online | Published On:

চারু-বাক

একদিন অন্তহীন পথ ধরে
হেঁটে যাবো ফাগুন দুপুরে
তোমার চোখের পানে,
ঝিরিঝিরি বাতাস
কানে কানে গুঞ্জরণে
বলে যাবে আমার কথা
তোমায় আনমনে।

তবু তুমি জানি
চাহিবে না পিছু ফিরে।
দূর হতে আরো দূরে
হেঁটে চলে যাবে,
আমার একেলা বেলা
শূন্যতর করে।

আরও পড়ুন -  World Cup 2023: পাক-পরিকল্পনা সব আশা জলে গেলো, ইডেনে হবে না, আমেদাবাদে দেখা হবে ভারতের সাথে, পূর্ণাঙ্গ ম্যাচ সূচি দেখুন

তারপর বিভ্রমে নিশীথে
মনে পড়ে যাবে দু’জনারই,
সে কোন কাহারে
এসেছি ফেলিয়া পিছে
নিজেরই অজান্তে।

তাই আজও বিরহ কোকিল
ডাকে বনে বনে,
ফুল ফোটা মিলন প্রহর
প্রহসনে ভরে দিয়ে,
মনের আঙিনা কোনে
খুব গোপনে সঙ্গোপনে।

আরও পড়ুন -  ​পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা ? তদন্ত শুরু হয়েছে
রোখশানা রফিক। কবি।