Nusrat-Modi: জন্মদিনে শুভেচ্ছা বদলে কটাক্ষ নুসরতের ! লিখলেন,’বয়স বাড়লে বুদ্ধি বাড়ে’ প্রধানমন্ত্রীর জন্মদিনে

Published By: Khabar India Online | Published On:

রাজনৈতিক মতপার্থক্য ভুলে এদিন সকল নেতা মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় নাম রয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।

জন্মদিনে মোদীকে শুভেচ্ছা জানাতে গিয়ে রীতিমতো কটাক্ষ করেলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। মোদীর জন্মদিনকে সরাসরি ‘জাতীয় জুমলা দিবস’ বলেও মন্তব্য করলেন নুসরত জাহান। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূল এই সাংসদ লিখেছেন, ‘বয়স বাড়লে বুদ্ধি বাড়ে। আশা করছি এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর গিমিক ত্যাগ করবেন এবং কোটি কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন, যাঁরা দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন।’ নুসরত আরও লেখেন, ‘জাতীয় জুমলা দিবসে নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের দিন এইভাবে ট্যুইটে কটাক্ষ করার পর বিজেপি সমর্থকদের রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

বিজেপি সমর্থকরা তারকা সাংসদের উদ্দেশ্যে লেখেন, একজনের জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে রাজনীতিকে দয়া করে বাইরে রাখুন। আশাকরি বয়সের সঙ্গে সঙ্গে সকলেই পরিণত হবে।’ অবশ্য নুসরত অনুগামীরা অভিনেত্রীর এই তির্যক ট্যুইটের প্রশংসা করেছেন। তাঁরা লিখেছেন, ‘একদম ঠিক কথা, মোদীজির উন্নয়ন ব্যাকটেরিয়ার মতোন, খালি চোখে এত সহজে দেখা যায় না’। উল্লেখ্য, গত বুধবার নুসরত পুত্র ঈশানের বাবার নাম প্রকাশ্যে এসেছে। নুসরতের পিতা হলেন যশ ওরফে দেবাশিষ দাসগুপ্ত। চলতি বছর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন নুসরতের বর্তমান সহবাস সঙ্গী তথা ঈশানের পিতা যশ দাশগুপ্ত। বিজেপির টিকিটে চন্ডীতলার প্রার্থী হলেও হেরে যান যশ৷ তনুশ্রীর মতো সরাসরি বিজেপি না ছাড়লেও ত্যাগ না করলেও ভোট পরবর্তী সময়ে রাজনীতির ময়দানে সেভাবে দেখা পাওয়া যাচ্ছেনা যশের। আপতত অভিনেতা রাজনীতি ভুলে অভিনয়ের কাজ নিয়ে ব্যস্ত৷

আরও পড়ুন -  কেন্দ্রের কাছে আর্জি শুভেন্দুর, শিশু মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগ !