‘রণে বনে জলে, জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিবো, – শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী’।
বাবা লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথও অতিক্রম করে এসেছেন। খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ। ভক্তদের সাহায্যের জন্য সর্বদা সাহায্যের হাত এগিয়ে দেন বাবা লোকনাথ। । লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তাঁর প্রণাম মন্ত্র জপ করলে সুফল অবশ্যই সুফল পাবেন। ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে। অনাড়ম্বরতার সাথে বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত। এর ফলে সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়। লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্রটি হল–
ওঁম যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীস্বরায় বৈ নমঃ
ভুমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ,
নমামি বারদীচন্দ্রং নন্দন কাননেস্মরং হরিম ।
নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরুম
ওঁ নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে ।
নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বরঃ
নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রীকাল দরশিনে
নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ
জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ,
জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম।
নিয়ম করে আপনি বাবা লোকনাথের এই মন্ত্রটি জপ করতে পারেন। তাহলে আপনার জীবনে আর কোনো অশান্তি থাকবে না। বাবা লোকনাথ আপনাকে যে কোন সময় যে কোন বিপদ থেকে রক্ষা করবে।