Horoscope: আজ ১৭ই সেপ্টেম্বর, রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

মেষঃ আজ আপনার প্রাপ্তি তে কোনো বাধা আসতে পারবে না। নিজের জিনিস থেকে বাদ পরবেন না। মন শক্ত করুন। ঠান্ডা মাথায় কাজ করুন।

বৃষঃ আপনি অনেক দিনের ঋণের থেকে মুক্তি পাবেন। দেখে শুনে কাজ করুন। আজ দিনটি বেশ ভালোই কাটবে।

মিথুনঃ আপনার সন্তানের সাথে কোনো কথা নিয়ে কিছু বিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে ফেলুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

কর্কটঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখকর হবে। ভালোবাসার মানুষের সাথে আজ ভালো যাবে। ।

আরও পড়ুন -  Daily Horoscope: আজ ৭ই জানুয়ারি (২২শে পৌষ) শুক্রবার রাশিফল দেখুন

সিংহঃ আপনার বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালো।

কন্যাঃ আজ নতুন কাজ করার জন্য বেশ শুভ। বন্ধুরা নতুন কাজে উৎসাহ প্রদান করতে পারেন। মন দিয়ে নতুন কাজ করুন। দিনটি বেশ ভালোই লাগবে।

তুলাঃ আপনার বাড়ি থেকে মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে। সতর্ক থাকুন। সন্দেহ পরিত্যাগ করতে হবে। স্ত্রী ভাগ্য অর্থভাগ্য শুভ।

আরও পড়ুন -  Mon Phagun: না চাইতেই পিহুর গালে মিষ্টি চুমু ঋষির !

বৃশ্চিকঃ আপনি কোনো কিছুতে মন চঞ্চল থাকতে পারে। সহজে ভেঙে পড়বেন না। মন শান্ত রাখুন। মন ভালো রাখতে নিয়ম করে যোগাভ্যাস করুন।

ধনুঃ আজ বাড়িতে হঠাৎ বড় বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবে না।

মকরঃ আপনার কাজের চাপে মানসিক ক্লেশ দেখা দিতে পারে। ঠান্ডা মাথায় সমস্ত কঠিন সিদ্ধান্ত নিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো নয়।

আরও পড়ুন -  WORLD NEWS: তালেবান নেতৃত্বাধীন সরকার, জাতিসংঘ অধিবেশনে সুযোগ পাচ্ছেন না

কুম্ভঃ আজ কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

মীনঃ আজ আপনি শারীরিক ভাবে কষ্ট পেতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হবেন। ভেঙে পড়বেন না।