‘ শান্তি ‘

Published By: Khabar India Online | Published On:

‘ শান্তি ‘

হরিণের চোখের মাধুর্য চুরি করে
যদি পূর্ণিমার চাঁদের সাথে মেলাতে যাও
তাকি পারবে?
সূর্য কে নোঙর করে যদি রাতের অন্ধকারে
এগিয়ে যাও
তাহলেও কি পারবে?
বিশৃঙ্খলার মধ্যে অতল তলে তলিয়ে যাবে।
প্রাচীন রীতিতে যখন ঝিঁঝিঁ পোকার কলরব শুনে
নিরুপদ্রবে নিঃস্পৃহতার সজ্ঞে নিজের
অভিযোগ গুলো মেনে নিয়ে নির্জন নদীর তীরে
যখন বিষন্নতা মেশাতে যাও,
তখন তোমার শ্বাসের শব্দেও শোনা যায় দুঃখময় স্বপ্নচ্ছটা,
যা শুধুই শ্যাওলার মতো অন্ধকার।
তাতে বাজে না কোনো মধ্যরাতের মালকোষ,
সে কেবল প্রহর গোনে ভাঁজে ভাঁজে উসকে ওঠে শ্রাদ্ধবাসর।
তোমার শ্রান্ত আঁখি ছড়িয়ে পড়ে পথের মাঝে
আস্থাভাজন ভগবানের নেত্রযূগল দেখবে বলে।
প্রদীপ খানি উসকে তুলে প্রণাম জানাও,
আলোর গভীরে মৃদু এক অন্ধকারে
প্রেম বলে সব ভেবে অলোক সামান্য
বিষাদের মধ্যেও অনন্ত পথে হেঁটে যাও।
প্রেমের মধ্যেই তাকে খুঁজে নিও,
পাবে এক অনাবিল শান্তি।।

আরও পড়ুন -  অনির্বাণের কেন ভালো লেগেছিল সুস্মিতাকে, হৃদয়ের কথা জানালেন ‘পঞ্চমী’-র প্রেমিক
ডঃ শিপ্রা মুখোপাধ্যায় হালদার। কবি।