অধিকাংশ নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার পরও যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়েছে। থেমে থেমে দেশটিতে প্রায় প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। একদিনে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৯৩৪ জনের।
আগেরদিন এই সংখ্যাটি ছিলো যথাক্রমে ১ লাখ ৯ হাজার ৩৬৯ জন (আক্রান্ত) এবং মৃত্যু ৮৪৩ জন।
বুধবার সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্ত লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার ২০৫ জন। মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৮২ হাজার ৩৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ২১ লাখ ৭৬ হাজার ৭৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ৪৭৮ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৭০ জনের।
এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৮৩৮ জন। মোট মারা গেছে ৪৬ লাখ ৬২ হাজার ৮৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২০ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪৩ জন।