বিধায়কদের কাজের ‘মার্কশিট’ দেবে যোগী সরকার, কড়া নজর থাকবে বিধায়কদের কাজের উপর

Published By: Khabar India Online | Published On:

আর বেশিদিন বাকিনেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের। তাই যোগী সরকার তাদের বিধায়কদের কাজের মার্কশিট বানানোর জন্য নিচ্ছে প্রস্তুতি। উত্তর প্রদেশের কোন বিধায়ক কেমন কাজ করেছে তার উপর ভিত্তি করেই বানানো হবে কাজের মার্কশিট। মার্কশিটে উল্লেখ কড়া থাকবে বিধায়ক বিভিন্ন উন্নয়ন মূলক কাজ থেকে শুরু করে জনকল্যাণ মূলক কাজের খতিয়ান। প্রসঙ্গত আগামী ১৯ সেপ্টেম্বর যোগী সরকারের ৪ বছর পূর্ণ হবে। আর সেদিনই বিজেপি বিধায়করা তাদের কাজের রিপোর্ট প্রকাশ করবেন সকলের সামনে।

আরও পড়ুন -  Real Madrid: রুডিগার, রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন

(আধুনিক ব্যস্ততার যুগে মানুষ এখন ব্যস্ত ঘড়ির কাটার থেকেও বেশি। তাই সবদিক খেয়াল রেখেই আমরা এখন থেকে বিস্তারিতর পরিবর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভিনব বিষয়। আপনাদের সময় বাঁচাতে ও সম্পূর্ণ খবর কয়েক মুহূর্তের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা শুরু করেছি ‘Short News‘ বিভাগ যার মাধ্যমে আপনারা জানতে পারবেন বস্তু নিস্ট সঠিক ও সম্পূর্ণ খবর। অতিরিক্ত শব্দের কচকচি নয় যা আপনার জানার দরকার তাই থাকবে এই বিভাগে নিয়মিত আপডেট পেতে তাই ফলো করুন আমাদের পেজ। আর সাথে থাকুন আমাদের।)

আরও পড়ুন -  অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারায় কোভিড কেন্দ্রে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন