ট্রাফিক পুলিশের মোটরবাইক ভাঙচুর করলো উত্তেজিত জনতা, এক বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা

Published By: Khabar India Online | Published On:

পথ দুর্ঘটনায় এক বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল।ট্রাফিক পুলিশের মোটরবাইকে ভাঙচুর করলো উত্তেজিত জনতা।আসানসোল দক্ষিণ থানার 2 নং জাতীয় সড়কের কালিপাহাড়ির ঘটনা।জানা গিয়েছে মঙ্গলবার দুর্গাপুর থেকে এক পরিবার মোটরবাইকে আসানসোলে আসছিলেন।তখনই কালিপাহাড়ি মোড়ের কাছে একটি ট্যাঙ্কার ধাক্কা মারলে মোটরবাইকে থাকা চালজনই গুরুতর আহত হয়েছে।তাদেরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে এক বালকের মৃত্যু হয়েছে।এই ঘটনার পর কালিপাহাড়ি মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিখোভ দেখায়।

আরও পড়ুন -  Sayantika Banerjee: আহত সায়ন্তিকা, সড়ক দুর্ঘটনায়

অভিযোগ এরপর ট্রাফিক পুলিশের পোস্ট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।ইটপাটকেল ট্রাফিক পুলিশের 3 টি মোটরবাইক খতিগ্রস্থ হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন -  Eruption: অগ্নুৎপাতে মৃত্যু বেড়ে ২২, নিখোঁজ ৩০, ইন্দোনেশিয়ায়