প্রতিরক্ষা প্রদর্শনীর পাশাপাশি, ভারত – আফ্রিকা প্রতিরক্ষা নিয়েও আলোচনা হবে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   ভারত ও আফ্রিকার মধ্যে নিকট ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুটি বিষয়ের ওপর ভিত্তি করে ভারত – আফ্রিকা প্রতিরক্ষা সম্পর্ক গড়ে উঠেছে। এর একটি হ’ল সাগর কর্মসূচি, আর অন্যটি বসুধৈব কুটুম্বকম্‌ বা সমগ্র বিশ্বই এক পরিবার। ভারত – আফ্রিকা প্রতিরক্ষা মন্ত্রীদের প্রথম সম্মেলন ২০২০-র ৬ ফেব্রুয়ারি লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হয়। একই সঙ্গে, প্রতিরক্ষা প্রদর্শনীর আয়োজন করা হয়। যৌথভাবে প্রতিরক্ষা মন্ত্রক ও বিদেশ মন্ত্রক এই সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করে। ভারত – আফ্রিকা চতুর্থ ফোরাম সামিটের প্রেক্ষিতে মন্ত্রী পর্যায়ে আফ্রিকা মহাদেশের দেশগুলির মন্ত্রীদের নিয়ে এটাই ছিল প্রথম এ ধরনের কর্মসূচি। গত বছর প্রথম ভারত – আফ্রিকা প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন শেষে একটি যৌথ ঘোষণাপত্র (লক্ষ্ণৌ ডিক্লারেশন) গ্রহণ করা হয়।

আরও পড়ুন -  শক্তি ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ভারত-মার্কিন মন্ত্রী পর্যায়ের বৈঠক

এই ঘোষণাপত্র অনুযায়ী, সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে পরামর্শ করে ভারত প্রতি দু’বছরে প্রতিরক্ষা প্রদর্শনী আয়োজনের পাশাপাশি, ভারত – আফ্রিকা প্রতিরক্ষা আলোচনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তাব করেছে। দু’পক্ষের মধ্যে প্রতিরক্ষা নিয়ে আলোচনার বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ পেলে তা আফ্রিকা মহাদেশের দেশগুলির সঙ্গে বর্তমান অংশীদারিত্বকে আরও নিবিড় করবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করা সম্ভব হবে। একইভাবে, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে পারস্পরিক নৈকট্য গড়ে উঠবে।

আরও পড়ুন -  রোহিতের একাধিক রেকর্ড বিশ্বকাপে সিক্সারে, পয়েন্টস টেবিলের শীর্ষে বিরাট কোহলিরা

সিদ্ধান্ত হয়েছে যে, ভারত – আফ্রিকা প্রতিরক্ষা আলোচনায় জ্ঞান-ভিত্তিক অংশীদার হিসাবে মনোহর পারিক্কর ইন্সটিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস প্রতিষ্ঠানটি কাজ করবে। সেই সঙ্গে, এই প্রতিষ্ঠানটি ভারত ও আফ্রিকার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দেবে।

আরও পড়ুন -  রাতের ঘুম উড়িয়ে দেবে, একা দেখুন, উল্লুর এই ওয়েব সিরিজের কাহিনী

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং পরবর্তী ভারত – আফ্রিকা প্রতিরক্ষা আলোচনার জন্য আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন আয়োজন করবেন। আগামী বছর মার্চে গান্ধীনগরে প্রতিরক্ষা প্রদর্শনীর পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন আয়োজিত হবে। ভারত – আফ্রিকা প্রতিরক্ষা আলোচনার মূল বিষয় স্থির হয়েছে ভারত – আফ্রিকা : প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে সঙ্গতি ও সুদৃঢ়করণে কৌশল গ্রহণ। সূত্রঃ পিআইবি।