বন্ধ হতে চলেছে ‘রিমলি’, কি হলো ?

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    সবে শুরু হলো, সাত মাসও হয়নি। এরই মধ্যে বদলে যাচ্ছে ‘রিমলি’ ধারাবাহিকের সময়। সম্প্রতি শুরু হতে চলেছে একটি নতুন ধারাবাহিক যার জন্য জি বাংলার কিছু ধারাবাহিকের  সময় অদল-বদল করেছে। আর এই কারণেই রিমলি ধারাবাহিকের সময় বদলে রাত ১১:৩০টা করে দেওয়া হয়েছে অর্থাৎ এই মেগা ধারাবাহিক দেখা যাবে রাত ১১:৩০- টার।

আরও পড়ুন -  ইস্তফা দিলেন মমতা, রাজভবনে গিয়ে, বুধবার সকালে রাজভবনে শপথগ্রহণ হবে

 আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘উমা’, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের জায়গা নিতে চলেছে। এই কারণে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে কৃষ্ণকলি ধারাবাহিকের সময় পরিবর্তন করে সন্ধ্যে ছটা করে দেওয়া হয়েছে। জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি কিছুদিন আগেই হাজার পর্ব পার করেছে। তা সত্বেও টিআরপির তালিকায় ক্রমাগত উপরের সারিতে নিজের জায়গা বজায় রেখে অন্য ধারাবাহিককে যথেষ্ট টেক্কা দিয়ে চলছে। নতুন ধারাবাহিকের জন্য শ্যামা-নিখিল কেও ছাড়তে হলো তাদের বরাদ্দ স্লট।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: শ্রাবন্তী কার সাথে সময় কাটাচ্ছেন সমুদ্রের ধারে, অভিনেত্রীর ছবি শেয়ার

 রিমলিও নিজের জায়গা পরিবর্তন করে চলে গেল রাতের স্লটে। এই কারণে প্রত্যেকের মধ্যেই এক হয়রানির সৃষ্টি হয়েছে। টিআরপির নিরিখে জি বাংলা পিছিয়ে পড়া সিরিয়াল গুলোর মধ্যে ‘রিমলি’ হল অন্যতম। গোপন সূত্র অনুসারে খবর, বরাবর টিআরপির নিরিখে কম রেটিং পাওয়ার জন্য চ্যানেল কর্তৃপক্ষ বেশি দিন এই সিরিয়ালকে অর্থাৎ ‘রিমলি’ কে চালিয়ে নিয়ে জেতে চান না। কলাকুশলীদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে এই সিরিয়াল শেষ হওয়ার খবর। চলতি বছরে গত ১৫ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু সেভাবে দর্শকদের মন জয় করতে না পারার জন্য শীঘ্রই শেষ হয়ে যাবে এই সিরিয়াল।

আরও পড়ুন -  ট্রাইবস ইন্ডিয়া একাধিক নতুন সামাজিক দিক থেকে প্রভাবদায়ী রোগ-প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির সহায়ক কয়েকটি সামগ্রী বাজারে এনেছে