তলিয়ে গেল ৩ নাবালিকা, গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   ভরা গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৩ নাবালিকা। একজনকে উদ্ধার করা হলেও মৃত্যু হয় বাকি দুজনের। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার চরসুজাপুর শক্তি মণ্ডল পাড়া এলাকায়।ঘটধার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়।

আরও পড়ুন -  বিশ্বশক্তিগুলো দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছে, লড়ছি একাই, ইউক্রেনের প্রেসিডেন্ট

জানা গিয়েছে মৃত দের নাম শ্রীপর্না রজক(১১), কোয়েল রজক (১০)। পূর্ণিমা রজক কে উদ্ধার করা হয়েছে। এদিন তিনজন স্থানীয় গঙ্গার ঘাটে স্নান করতে যাই। সেই সময় অসতর্কতাবশত তিনজনই তলিয়ে যায় গঙ্গা নদীতে। স্থানীয়রা তাদেরকে দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান। একজনকে উদ্ধার করা হয়। বাকি দুই জনকে ঘন্টাখানেক পর উদ্ধার করা হলেও তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার পুলিশ পৌঁছায়।

আরও পড়ুন -  Farmers: দিল্লির সীমান্তে শেষ রাত আন্দোলনরত কৃষকদের আনন্দ