খবরইন্ডিয়াঅনলাইনঃ
অমাবস্যার চাঁদ
অমাবস্যার চাঁদ দেখেছো?
অমাবস্যার চাঁদ!
তুমি আমার বেলকণিতে নিস্প্রাণ প্রাণে মুগ্ধতার এক কাঁধ।
আমার সকল খুশি তোমায় দিলাম যত্ন করে রেখো
আমায় দেখার ইচ্ছে হলে হৃদয় খুলে হৃদয় দেখো।
তোমার মনের মনমোহনায় আমার ছবি এঁকো
নীরব পাতা উল্টে তুমি কল্পনাতে সোহাগ মেখো।
তুমি আমার নির্ঘুম রাতে সুপ্ত বুকের ছাতি
সাগর সাগর জোছনা নিয়ে তুমি সাঝের বাতি।
অমাবস্যার চাঁদ দেখেছো?
অমাবস্যার চাঁদ!
পাহার সম ঝরনা ধারায় তুমি আমার শান্ত সুখের বাঁধ ।
আমার ইচ্ছে সকল তোমার কাছে
মুক্ত করে দিও
তোমার একলা থাকা আকাশ-নীলে
আমার সুবাস নিও।
অমাবস্যার পূর্ণিমা চাঁদ সময় সময় উঠোঁ
ভালোবাসার মন বাগিচায় শিউলি হয়ে ফুটো।
ভোর রাত্রিতে মেঘলা বাতাস তোমার কাছে এলে
জমাট বাঁধা স্রোতের তালে হারিয়ে যেয়ও খেলে।