Horoscope: আজ ৬ই সেপ্টেম্বর, রাশিফল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ৬ই সেপ্টেম্বর (২০ই ভাদ্র) সোমবার রাশিফল।

মেষঃ আপনি কারোর কাছে আজ ঠকতে পারেন। মানহানি হতে পারেন, সাবধানে থাকুন। সবাইকে বিশ্বাস করবেন না। দেখে শুনে কাজ করুন।

বৃষঃ আজ আপনার দিনটি খুব ভাল। অন্যের উপকার করলে মনে শান্তি পাবেন। দেখে বন্ধু নির্বাচন করুন। নিজের কাজ কর্ম করুন মন দিয়ে।

মিথুনঃ আজ কাজের জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন। ভুল ভ্রান্তি হতে পারে। নিজের কাজ করুন। আজ দিনটি খুব একটা ভালো যাবে না।

আরও পড়ুন -  Horoscope: আজ ২২শে সেপ্টেম্বর, রাশিফল দেখুন

কর্কটঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। মনমরা থাকার সম্ভাবনা আছে। সব কাজ করতে ইচ্ছা হবে না, মন উদাসীন থাকবে। প্রতিদিন যোগাভ্যাস করুন।

সিংহঃ আজ দিনটি খুব একটা সুখকর নয়। টাকার সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে।

কন্যাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি হবে।

আরও পড়ুন -  Madonna: ইনস্টাগ্রাম ব্লক করলো, পপ তারকা ম্যাডোনাকে !

তুলাঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়বে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। মনের মানুষের সাথে ভালো সময় কাটবে।

বৃশ্চিকঃ আজ আপনার অস্ত্রোপচারে সাফল্য পাবেন। ভালো চিকিৎসায় আরোগ্য লাভ হবে। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ ভালো যাবে ।

ধনুঃ আজ আপনি শারীরিকভাবে অসুস্থ থাকতে পারেন। স্নায়ুরোগে আক্রান্ত হতে পারেন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্ন নিন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৯ শে আগস্ট, রাশিফল পড়ুন

মকরঃ আজ কোনো ব্যপারে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়তে পারেন। বড়দের সাথে পরামর্শ নিন। বড়দের কথা শুনে কাজ করুন।

কুম্ভঃ আজ সাংবাদিকতা পেশার সাথে যুক্ত থাকলে বেশ সুখ্যাতি পেতে পারেন। প্রমোশন হতে পারে। মন দিয়ে কাজ করুন। দিনটি বেশ ভালো যাবে।

মীনঃ আজ আপনার পরিবারের কোনো সদস্যের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো নয়।