Horoscope: আজ ৫ই সেপ্টেম্বর, রাশিফল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ৫ই সেপ্টেম্বর (১৯শে ভাদ্র) রবিবার রাশিফল।

মেষঃ আজ শারীরিক ভাবে কষ্ট হতে পারে। জ্বর সর্দি কাশি হতে পারে, চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হবেন। ভয় পাবেন না।

বৃষঃ আজ আপনি কোনো কারণে পুলিশি ঝামেলায় জড়াতে পারে,দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করবেন না। দিনটি ভালো যাবে না।

মিথুনঃ কাছের কোনো বন্ধুর সাথে বিচ্ছেদ হতে পারে। মনে শান্তি আনুন। নিজের কাজ করুন। দিনটি ভালো যাবে না।

কর্কটঃ বিজ্ঞানীদের জন্য আজ দিনটি বেশ শুভ। নতুন গবেষণার বিষয়ে সাফল্য পেতে পারেন। নতুন বিষয় নিয়ে গবেষণা করতে পারেন। মন দিয়ে কাজ করুন।

আরও পড়ুন -  Electric Bike in India: দীপাবলিতে আনতে পারেন ইলেকট্রিক বাইক, রেঞ্জ রয়েছে ২০০ কিমি

সিংহঃ আজ আপনার কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

কন্যাঃ আজ বাড়িতে প্রিয়জনের সমাগম ঘটতে পারে। আত্মীয়দের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আপনি অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করে নিন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৭ শে সেপ্টেম্বর, রাশিফল দেখুন

বৃশ্চিকঃ আজ দিনটি খুব একটা সুখকর নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে টাকা খরচ করুন। দেখে শুনে টাকা ঋণ নিন। বেশি চিন্তা করবেন না।

ধনুঃ আজ বিদ্যুৎ থেকে কোনো বিপদ হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। জল হাত দিয়ে বিদ্যুতের কোনো কাজ করবেন না। সাবধানে থাকুন। দিনটি খুব একটা ভালো নয়।

মকরঃ আজ আপনি ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান। আজ দিনটি বেশ ভালোই যাবে।

আরও পড়ুন -  Horoscope: আজ ১৬ই আগস্ট, রাশিফল পড়ুন

কুম্ভঃ আজ দিনটি বেশ সুখকর নয়। দীর্ঘদিন অসুস্থ থাকলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসায় বিভ্রাট দেখা দিতে পারে। দেখে শুনে কাজ করুন।
মীনঃ আজ আপনার দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। সমাজসেবায় বেশ খরচ হতে পারে। কাজের সাথে নিজের প্রতি যত্ন নিন।