Horoscope: আজ ৪ই সেপ্টেম্বর, রাশিফল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ৪ই সেপ্টেম্বর (১৯শে ভাদ্র) শনিবার রাশিফল।

মেষঃ আজ কাছের কোনো মানুষের সাথে মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখুন। অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

বৃষঃ আজ আপনি অসৎ মানুষের পাল্লায় পড়তে পারেন। দেখে বন্ধু নির্বাচন করুন। খারাপ কাজে বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি ভালো যাবে না।

মিথুনঃ আজ জলপথে বিপদের সম্ভাবনা আছে। চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্ন নিন । আজ দিনটি খুব ভালো যাবে না।

আরও পড়ুন -  Horoscope: আজ ১৫ই অক্টোবর, শুভ বিজয়া দশমী, রাশিফল দেখুন

কর্কটঃ আজ দিনটি বেশ শুভ। লটারির টিকিটে লাভবান হতে পারেন। লটারির অর্থ প্রাপ্তি সম্ভাবনা আছে। দিনটি বেশ ভাল।

সিংহঃ আজ দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে মনমরা থাকার সম্ভাবনা আছে। সব কাজেতেই উদাসীন দেখা দিতে পারে। মন শান্ত করে যোগাভ্যাস করুন।

কন্যাঃ আজ আপনার ধর্ম চর্চায় আগ্রহ বাড়বে। মন দিয়ে ধর্ম কর্ম করুন। ধর্ম চর্চায় আনন্দ পেতে পারেন। বড়দের কথা শুনবেন। দিনটি বেশ ভালোই কাটবে।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৪ শে আগস্ট, রাশিফল পড়ুন

তুলাঃ আজ কোনো বিশেষ মেধা মানুষের সামনে দেখা হতে পারে। মন দিয়ে কাজ করুন। কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভাল।

বৃশ্চিকঃ আজ আপনি কোনো কারণে মনে আঘাত পেতে পারেন। ভেঙে না পড়ে নিজে মন শক্ত করুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

ধনুঃ আজ দিনটি খুব একটা সুখকর নয়। টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। সংসারে অভাব অনটন দেখা দিতে পারে। দেখে শুনে কাজ করুন।

আরও পড়ুন -  IPL 2023: কলকাতার সমর্থকদের ১ রানে হেরে আক্ষেপ, রিঙ্কু যদি ২ রান নিতেন!

মকরঃ আজ আপনার অফিসে কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন। দিনটি বেশ ভালোই যাবে।

কুম্ভঃ আজ বুকের ব্যথায় ভুগতে পারে। শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। কষ্ট পেলে ফেলে না রেখে ভালো চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।

মীনঃ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। উচ্চশিক্ষার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে পড়াশোনা করুন। আজ পরীক্ষায় সাফল্য আসতে পারে।