বাংলা বিনোদনে সুযোগ্য অভিনেত্রী পেতে চলেছে, রূপা মহাপাত্র কে

Published By: Khabar India Online | Published On:

সৌমিত্র মৌলিক, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   এই মুহূর্তে কলকাতার মডেলিং জগতে অত্যন্ত ব্যস্থ এবং পরিচিত মুখ রূপা মহাপাত্র । ডাক নাম মৌ। থাকেন বেহালার শকুন্তলা পার্কে ।

পড়াশোনা তে খুব মেধাবী । এডুকেশন এ অনার্স নিয়ে স্নাতক। তারপর মাষ্টার করে বি.এড শেষ করেছেন। অনার ছোট থেকে খুব ইচ্ছা অভিনয় ও মডেলিং এর প্রতি ঝোঁক ছিলো ।

আরও পড়ুন -  Solanki Roy: ব্লাউজ ছাড়াই ‘গাঁটছড়া’-র খড়ি, প্রশংসা না সমালোচনা শুনলেন

মডেলিং কে পেশা হিসেবে নেবেন। সেই স্বপ্ন কে বাস্তবে এ পরিণত করার জন্য এই পেশা তে আসা।

তিন বছর যাবৎ বিভিন্ন ধরনের অনেক শুটিং করেছে। যেমন Traditional,Western,High – Fashion shoot, Calender Shoot, Magazine Shoot,Short Film,Music Album,Ad Shoot, Product Shoot.এছাড়া সিরিয়ালের কিছু কাজ করেছেন।

আরও পড়ুন -  ভারতে জাহাজ নির্মাণ শিল্পের প্রসার ঘটাতে জাহাজ পরিবহণ মন্ত্রকের রাইট অফ ফার্স্ট রিফিউজাল (আরওএফআর) লাইসেন্সিং ব্যবস্থায় সংশোধন

এর সাথে ভালো গায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন।

আবার অন্যদিকে গ্রুপ থিয়েটার করেন। এর মধ্যেই ছোট পর্দায় ও বড় পর্দায় থেকে কাজ করার সুজোক আসছে। আমরা বাংলা বিনোদনে একজন সুযোগ্য অভিনেত্রী পেতে চলেছি ।

আরও পড়ুন -  Satrajit Sen: বাঙালি পরিচালককে কটাক্ষ ডেলিভারি বয়ের, কেন ?