বাংলা বিনোদনে সুযোগ্য অভিনেত্রী পেতে চলেছে, রূপা মহাপাত্র কে

Published By: Khabar India Online | Published On:

সৌমিত্র মৌলিক, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   এই মুহূর্তে কলকাতার মডেলিং জগতে অত্যন্ত ব্যস্থ এবং পরিচিত মুখ রূপা মহাপাত্র । ডাক নাম মৌ। থাকেন বেহালার শকুন্তলা পার্কে ।

পড়াশোনা তে খুব মেধাবী । এডুকেশন এ অনার্স নিয়ে স্নাতক। তারপর মাষ্টার করে বি.এড শেষ করেছেন। অনার ছোট থেকে খুব ইচ্ছা অভিনয় ও মডেলিং এর প্রতি ঝোঁক ছিলো ।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামের পরিবর্তন, কেনার আগে জেনে নিন

মডেলিং কে পেশা হিসেবে নেবেন। সেই স্বপ্ন কে বাস্তবে এ পরিণত করার জন্য এই পেশা তে আসা।

তিন বছর যাবৎ বিভিন্ন ধরনের অনেক শুটিং করেছে। যেমন Traditional,Western,High – Fashion shoot, Calender Shoot, Magazine Shoot,Short Film,Music Album,Ad Shoot, Product Shoot.এছাড়া সিরিয়ালের কিছু কাজ করেছেন।

আরও পড়ুন -  হটাৎ করে জীবন এর গতি থামিয়ে দিয়েছে করোনা

এর সাথে ভালো গায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন।

আবার অন্যদিকে গ্রুপ থিয়েটার করেন। এর মধ্যেই ছোট পর্দায় ও বড় পর্দায় থেকে কাজ করার সুজোক আসছে। আমরা বাংলা বিনোদনে একজন সুযোগ্য অভিনেত্রী পেতে চলেছি ।

আরও পড়ুন -  TMC: তৃণমূল নেতৃত্বের সঙ্গী হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের সংখ্যা বাড়ছে বাঁকুড়ায়