স্নান

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

স্নান

কবি হিসেবে তোমার যথেষ্ট সুনাম
ইশারায় কথা বলাও অক্ষরদের

অঙ্গুলিসংকেত পেলেই হাতে উঠে আসে রাজদন্ড।

তুমি এখন রাজাধিরাজ।

সবটাই বুঝি জানতে অথবা জানাতে হবে!

আরও পড়ুন -  প্রকাশনা অনুষ্ঠান

পাবলিক টয়লেট ভরে ওঠে অশ্রাব্যে
তবুও তো রয়ে যায় কিছু বাকী

গোপন সব ক্ষতের কি হয় উপশম!

তর্ক করবে না প্লিজ
বরং মজুরি বুঝে নিক সঠিক পাওনাগন্ডা

আরও পড়ুন -  ' প্রার্থনা '

হৃদয়ের গভীরে এখনো তিরতির বয়ে যায় ঝর্ণা
এসো আজ সেরে নিই অবেলার স্নান।।

জারা সোমা। কবি।