Horoscope: আজ ২৯ শে আগস্ট, রাশিফল পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ২৯ শে আগস্ট (১২ই ভাদ্র) রবিবার রাশিফল।

মেষঃ আজ আপনার মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।  ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। অভদ্র আচরণ করবেন না। ভালো ভাবে কথা বলুন ।

বৃষঃ আজ অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন।  সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে চুপ থাকুন।

মিথুনঃ দীর্ঘদিনের কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে। পূজা অর্চনা কিংবা পারিবারিক অনুষ্ঠানের জন্য দিনটি বিশেষ শুভ। পূজার কাজ করুন। মন ভালো রাখুন।

আরও পড়ুন -  Horoscope: আসতে পারে প্রেমে আকস্মিক মোড় এই রাশির জাতকদের, দেখে নিন আজকের রাশিফল কি বলছে

কর্কটঃ আজ আপনার পিতা কোনো কারণে অসুস্থ হতে পারে। অনার প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। ঠিক হয়ে যাবে ।

সিংহঃ আজ শারীরিক ভাবে কষ্ট পেতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। নিজের  যত্ন নিন ।  ভয় পাবেন না।

কন্যাঃ আজ অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজ করার আগে পরিবারের সঙ্গে আলোচনা করে কাজ করুন ।

আরও পড়ুন -  Rakhi Sawant: কৌশল জানালেন রাখি সাওয়ান্ত, পুরুষ পটানোর

তুলাঃ আজ দিনটি বেশ সুখকর নয়। আজ আপনার জন্য শোক সংবাদ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন।  ভেঙে পড়বেন না।

বৃশ্চিকঃ আজ দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন।

ধনুঃ আজ মহিলা দ্বারা প্রতারিত হতে পারেন। সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। দেখে শুনে কাজ করুন। সাবধানে থাকুন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৫শে আগস্ট, রাশিফল কি বলছে ?

মকরঃ আজ আপনার সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সবার সাথে ভালো সময় কাটান।  দিনটি বেশ ভালো ।

কুম্ভঃ আজ আপনার অস্ত্রোপচারে সাফল্য পেতে পারেন। চিকিৎসায় আরোগ্য লাভ হবে।  শরীরের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ সুখকর।

মীনঃ আজ আর্থিক লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। মান সন্মান বাড়বে ।  মনে হিংসে আনবেন না। দিনটি বেশ ভালোই যাবে।