যখন হারিয়ে যায়

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

যখন হারিয়ে যায়

যখন হারিয়ে যায় সব একসঙ্গে
এই বিষন্ন সন্ধ্যার দিকে উড়ে যাওয়া ছেঁড়া পাতায় মন রেখে ভোলা কি যায় কাল যে শুয়ে ছিল কোলে
এক প্রদীপ আলো নিয়ে আসন্ন স্বপ্নের কাছে কত কথা কত পথ,কতই না—

আরও পড়ুন -  Swastika Mukherjee: লাস্যময়ী স্বস্তিকা, ম্যাচিং শাড়ি ব্লাউজে, অনুরাগীরা প্রশংসা করলেন

তীব্র একা হওয়ার কাছে আমি তো রাখতে চাই ভালোবাসার মুখ
যে সবসময় হাসবে, চাঁদের মতো নরম জোসনা ছড়িয়ে ঘর ভরে দেবে আলোয়
সবাই বিচ্ছিন্নতা নিয়েই আসে
কোল ভরায়
খালি করে চলে যায়

আরও পড়ুন -  উদ্ধার হয়েছে ৫৩০ গ্রাম ব্রাউন সুগার

যখন সে শেষ অন্ন ছুঁড়ে দিল আঁচলে
লালন করছিলাম মৃত্যু
অজস্র চিতার ছোবল নিয়ে ফিরে আসা নিজ ঠিকানায়, শাশ্বত বেড়ির কাছে

প্রবল একারা খুঁটো হয়ে দাঁড়িয়ে দিন রাত, পাষাণ প্রহরী–

আরও পড়ুন -  নারী-পুরুষের চুলের যত্নে লেবুর ব্যবহার
খুকু ভূঞ্যা। কবি।