ব্রাত্য বসুকে আফগানিস্তানে পাঠানো হোক, মমতার কাছে আবেদন করলেন দিলিপ

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ব্রাত্য বসু কে কটাক্ষ করে বলেন, ” আমি দিদির কাছে আবেদন করব ব্রাত্য বসুর নেতৃত্বে যেন একটি প্রতিনিধিদল আফগানিস্তানে পাঠানো হয়, আফগানিস্থানে এরাজ্যের যে বাঙালিরা রয়েছেন তাদের ফেরত আনার জন্য।” আফগানিস্তানে পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ আটকে রয়েছেন তাদেরকে কাছে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করতে রাজ্য সরকারকে আবেদন জানালেন দিলীপ ঘোষ। রাজ্যের শাসকদলের কাছে তার আবেদন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন আফগান দেশে একটা প্রতিনিধিদল পাঠান। দিলিপের আবেদন, “দিদির কাছে আবেদন করব ব্রাত্য বসুর নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে আফগানিস্তানে যেন পাঠানো হয়। আফগানিস্তানে এই রাজ্যের যারা বাঙালি রয়েছেন তাদের আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

আরও পড়ুন -  নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ না দেখিয়ে যদি এম.পি.নুসরতের কাজ নিয়ে সবাই আগ্রহ দেখাতেন, তাহলে খুব ভালো হত, মন্তব্য কমরেড দীপ্সিতার

দিলীপ ঘোষ আরো বলেছেন, ” আফগানিস্তান নিয়ে কেন্দ্রীয় সরকার সমস্ত রকম নজর রাখছে। আফগানিস্তানে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তা বন্ধ হওয়া উচিত, সেখানে একটা সুস্থ সরকার গঠন করতে হবে।” তারপরেই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ব্রাত্য বসু কে কটাক্ষ করে বলেন, “আমি দিদির কাছে আবেদন করব ব্রাত্য বসুর নেতৃত্বে যেন একটি প্রতিনিধিদল আফগানিস্তানে পাঠানো হয়, আফগানিস্থানে এরাজ্যের যে বাঙালিরা রয়েছেন তাদের ফেরত আনার জন্য।”

আরও পড়ুন -  এরা শিক্ষক-শিক্ষিকা নন বরং বিজেপির ক্যাডার, বিষপান প্রসঙ্গে বিরোধী দলকে একহাত ব্রাত্যর

দিলীপ ঘোষ আরও যোগ করলেন, “আমাদের কর্মসূচিতে বিধায়ক এবং সাংসদদের আটকানো হচ্ছে। ওদিকে দুয়ারে সরকারে এত লোক হচ্ছে যে পদপৃষ্ট হয়ে লোক মারা যাচ্ছে। মহরম এর লোক যাচ্ছে কিন্তু সেখানে কি করোনা হচ্ছে না? বিজেপি বেরোলেই করোনা হবে? এরকম ভারতবর্ষে দেখিনি। তৃণমূল পশ্চিমবঙ্গকে পুরো তালিবানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”

আরও পড়ুন -  জল ছাড়া বন্ধ রাখুন, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথার পরে ডিভিসিকে কড়া চিঠি নবান্নের