ইন্ডিয়ান আইডলের আগে গেয়েছেন বাংলা গান, দেবের সিনেমা দিয়েই সফর শুরু পবনদীপের

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   গত ৮ মাস ধরে ইন্ডিয়ান আইডল সিজন ১২ প্রত্যেকটি এপিসোড মানুষের মনে দাগ কেটে রয়েছে। এর মধ্যে দুজন মধ্যমনি প্রতিযোগী ছিলেন পবনদীপ এবং বঙ্গকন্যা অরুনিতা। তাদের দুজনের রোমান্স এবং সেই রোমান্টিক জুটির গানে মানুষ মুগ্ধ হয়েছেন বারবার। বাঙালিরা অরুনিতাকেই সবার শীর্ষে মনে মনে ধরে নিয়েছিলেন। তবে সব শেষে ১৫ ই আগস্ট এর দিন দীর্ঘ ৮ ঘণ্টা লড়াইয়ের পর সেরার মুকুট ওঠে পবনদীপের মাথায়।

আরও পড়ুন -  Brazil Election: লুলা দা সিলভার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে, ব্রাজিলে নিবার্চন

ইন্ডিয়ান আইডলের পরিচিতি লাভের বলা চলে প্রায় আগেই প্রথম দেবের বাংলা সিনেমার গান গেয়ে সবার মন জয় করেছিলেন পবন। কিন্তু ইন্ডিয়ান আইডলের পরিচিতির পরে তার নতুন ধাপ শুরু হল। সম্প্রতি দেব রুক্মিণীর ‘কিডন্যাপ’ সিনেমায় ‘ওই ডাকছে আকাশ’ গান গেয়ে আবারো সকলের মনের কাছে পৌঁছে গেলেন পবন। বাঙালি না হয়েও তার অসাধারণ বাংলা বলার দক্ষতা এবং সুরের জাদু কে কাজে লাগিয়ে বাঙালির মন জয় করে নিয়েছেন পবন। দেব এবং রুক্মিণী মৈত্রর সিনেমা ‘কিডন্যাপ’ জিৎ গাঙ্গুলীর সুরে গান গেয়েছেন পবন। এই গানের কথা লিখেছেন রাজা চন্দ। ইতিমধ্যেই এই গান সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বাংলার প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের মধ্যে দেব এবং রুক্মিণীর জুটি অনেকাংশেই সফল।

আরও পড়ুন -  অদ্ভুত কায়দায় নাচ করে ভিডিও বানালেন এক যুবতী আবার দিল্লী মেট্রোতে, এই রকম দেখে খুব বিরক্ত যাত্রীরা