Saayoni Ghosh: মায়ের কোলে ছোট্ট সায়নী, শৈশবের ছবি দিয়ে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   টলিউডের স্ট্রেট ফরওয়ার্ড অভিনেত্রী সায়নী ঘোষ। ইনি আর এখন টলিউড অভিনেত্রী নন এর পাশাপাশি তিনি এখন যুব তৃণমূল সভানেত্রী। এখন অভিনেত্রী একদিজে অভিনয়ের কাজ পাশাপাশি দলের গুরুদায়িত্ব সায়নীর কাঁধে। যদিও এত কাজের মাঝে পরিবারের সারাদিন সময় না দিলেও দিনের শেষে কিছুটা সময় রাখেন নিজের মায়ের জন্য। আজ ও সায়নী দলের কাজে ত্রিপুরায়। তবু নানান কর্মব্যস্ততার ফাঁকে আজকের বিশেষ দিন ভুলতে পারেননি অভিনেত্রী সায়নী ঘোষ। মঙ্গলবার যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের মায়ের জন্মদিন। আজকের বিশেষ দিন মায়ের পাশে না থাকলেও সায়নীর ফেসবুক জুড়ে রয়েছে নস্টালজিক আবহ। মায়ের জন্মদিন উপলক্ষে নিজের শুভেচ্ছা জানিয়ে মায়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেন সায়নী। মায়ের জন্মদিন উপলক্ষে তিনি শেয়ার করেছেন একটি পুরনো ছবি ৷ শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, মায়ের কোলে ছোট্ট সায়নী ৷ এই ছবি দিয়েই মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি ৷

আরও পড়ুন -  Ritabhari Chakraborty: বডি শেমিংয়ের শিকার ঋতাভরী, জবাব দিলেন অভিনেত্রী

এই সুন্দর ছবিটি দেখে বোঝা যাচ্ছে সায়নীর ছোটবেলার কোনও এক শীতকালের কারণ ছোট্ট সায়নীর আপাদমস্তক মোড়া রয়েছে গরম পোশাকে ৷ ছবিটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন মা’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। নেটিজেনরা যুব তৃণমূল সভানেত্রীর মা-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সে সঙ্গে ভাল লাগা ও ভালবাসার প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে হাজার হাজার অনুগামীর ৷ মন্তব্য এসেছে হাজারেরও বেশি নেটনাগরিকের। শেয়ারও করা হয়েছে বহু বার ৷ অভিনেত্রী যুব সভানেত্রী হওয়ার পর থেকে দলের আর সাধারণ মানুষের কতটা উন্নতি করা হয় তাই লক্ষ হল অভিনেত্রীর। অভিনেত্রী নিজের সোশ্যাল মাধ্যমেও বেশ জনপ্রিয় সায়নী। রাজনীতিতে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য তিনি মূলত সামাজিক মাধ্যমকে হাতিয়ার করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি নিজের অভিনয় কেরিয়ারকে সময় দিচ্ছেন। শীঘ্রই সিনেমায় কামব্যাক করছেন অভিনেত্রী। সৌজন্যে পরিচালক অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’। সেখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সায়নী। ছবিতে তাঁর চরিত্রে নাম বিমলা রায়। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। ছবিতে সায়নীর বিপরীতে থাকছেন আবীর চট্টোপাধ্যায়। সায়নীর নতুন ছবি দেখার অপেক্ষায় আছেন অনুরাগীরা। আপাতত ছবির শ্যুটিং এর আগে রাজনৈতিক কাজ সামলাতে ব্যস্ত অভিনেত্রী।

আরও পড়ুন -  Ray Lifetime Achievement Award: মার্টিন স্কোরসেজে এবং ইস্তেভান জাবোকে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে