ঐতিহাসিক সেই শোকার্ত দিনটিকে ভুলিয়ে দিতেই তৃণমূল এই দিনে খেলা দিবস পালন করতে চাইছে, এর প্রতিবাদে মিছিল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   ১৯৪৬ এর ১৬ আগষ্ট গ্রেট ক্যালকাটা কিলিংস ডে। যেখানে গণতন্ত্রের মৃত্যু হয়েছিল ৷ নারী নির্যাতন ধর্ষণ ও মানুষ খুনের মাধ্যমে। ঐতিহাসিক সেই শোকার্ত দিনটিকে ভুলিয়ে দিতেই তৃণমূল এই দিনে খেলা দিবস পালন করতে চাইছে ৷ এর প্রতিবাদ করতেই বিজেপির পশ্চিম বাংলা বাঁচাও কর্মসূচি।  এদিন আসানসোলের গীর্জা মোড় থেকে পুরনিগম পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, স্থানীয় তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি ৷

আরও পড়ুন -  Ranu Mondal: আবারো ক্যামেরার সামনে মঞ্চে গান গাইলেন রানু

বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি ৷ এদিন তৃণমূলের খেলা হবে দিবসের প্রতিবাদ করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, আসানসোলের এদিন পথে কোনো খেলোয়াড়কে দেখা যায়নি ৷ তারা কেও তৃণমূলের এই খেলা দিবসকে সমর্থন করছে না। দুয়ারে সরকার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার নামে রাজ্য সরকার মহিলাদের ব্যাঙ্কের খাতায় সরাসরি টাকা পাঠাতে চাইছে ৷ ভালো উদ্যোগ। তবে রাজনৈতিক বিভাজন ছেড়ে রাজ্যের সব মহিলারাই যেন এই সুবিধা পায় ৷ সেদিকে নজর রাখতে হবে ৷

আরও পড়ুন -  ‘চোখে চোখে কত কথা, মুখে কেন বলনা’, কাকে বলছেন ? শ্রীময়ী চট্টরাজ !