“খেলা হবে” দিবস পালিত, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার পক্ষ থেকে সোমবার “খেলা হবে” দিবস পালিত হলো। এদিন বিকেলে মালদা শহরের ফার্মের মাঠে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষক, অশিক্ষক কর্মীরা খেলা হবে দিবসে যোগদান করেন । এই এলাকার মাঠে আধঘণ্টার ফুটবল খেলা অনুষ্ঠিত হয় । সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – অশিক্ষক কর্মী ছাড়াও ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিলেন।  চরম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা খেলা হবে দিবস পালন করেন । যেখানে এদিন উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পদস্থ আধিকারিকেরাও।  এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ জানিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় খেলা হবে দিবস কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক – অশিক্ষক থেকে ছাত্রছাত্রীরাও।

আরও পড়ুন -  Web Series: ‘উল্লু’-র এই ওয়েব সিরিজ এবার একদম পাগল করে দেবে নেটদর্শকদের, একা দেখবেন

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌরিন  বন্দোপাধ্যায়  বলেন, অলিম্পিকে স্বর্ণ পদকপ্রাপ্ত নীরাজ চোপড়াকে দেখে উৎসাহী হয়ে এই খেলা দিবসের আয়োজন করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতেই এদিন বিশ্ববিদ্যালয় অধ্যাপক,  ছাত্রছাত্রীরা একযোগে খেলা দিবস কর্মসূচিতে সামিল হয়েছেন । এদিন তৃণমূলের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার পক্ষ থেকে খেলা দিবস কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ঐক্যের বার্তাও দেওয়া  হয়েছে।

আরও পড়ুন -  টাটা এডুকেশন অ্যান্ড ডেভলপমেন্ট ট্রাস্টকে ২২০ কোটি টাকা ছাড়ের সিদ্ধান্ত আইটিএটি'র

ছবি ——- খেলা হবে দিবস উপলক্ষে অধ্যাপকদের ফুটবল প্রতিযোগিতা।